ঢাকা: পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের সুযোগ-সুবিধা আরো বৃদ্ধি করা হবে।’
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ’১৫ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সাইবার ক্রাইম এবং কাউন্টার ইন্টেলিজেন্স বর্তমানে আমাদের জন্য বড় হুমকি। এ বিষয়ে বিশেষায়িত বহিনী গঠনের চিন্তা করা হচ্ছে।’
র্যাবকে আরো আধুনিকায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে যে ধরনের সন্ত্রাসীদের সঙ্গে আমাদের টেক্কা দিতে হচ্ছে এ জন্য র্যাবকে আরো আধুনিক ইকুইপমেন্ট দিয়ে শক্তিশালী করা হবে।’
পুলিশের তীব্র যানবাহন সঙ্কট প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, ‘সন্ত্রাসীদের আগে যদি পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে না পারে তাহলে সেটা পুলিশের জন্যই বিপদ ডেকে আনে। সে জন্য আমি প্রধানমন্ত্রীকে বলেছি পুলিশের যে যানবাহন ঘাটতি আছে তা একসঙ্গে পূরণ করে দেয়ার জন্য।’