ঢাকা: আরাফাত রহমান কোকোর মৃত্যুতে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশানে বেগম জিয়ার কার্যালয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট।
সোমবার পৌনে ৮টার দিকে আকরাম ও পাইলট কার্যালয়ে যান। কিছুক্ষণ পর সেখান থেকে তারা বের হয়ে আসেন। তবে বেগম জিয়ার সঙ্গে তারা দেখা করতে পেরেছেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এরআগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও শোক জানাতে সেখানে গিয়েছিলেন।
শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মালয়েশিয়ায় মারা যান বেগম জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। শেষ খবর পাওয়া পর্যন্ত কোকোর মরদেহ কুয়ালালামপুর বিমানবন্দরে নেয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ১০২ ফ্লাইটে কোকোর মরদেহ ঢাকায় আনা হবে।