পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের বাস ভবন এবং আন্তঃজেলা বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রোববার রাত সাড়ে ৯টায় ও সোয়া ১০টার দিকে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শিরা জানান, রাত সোয়া ১০ টার দিকে দুই জন লোক একটি মোটরসাইকেলে এসে শহরের ডাক্তার পট্টি এলাকায় মেয়রের বাস ভবনের গ্রিলের ফাঁক দিয়ে পেট্রোল ছুড়ে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে তাদের মুখে মাফলার প্যাঁচানো থাকায় সনাক্ত করা যায়নি বলে পৌর মেয়র জানিয়েছেন।
এর আগে সাড়ে ৯টার দিকে বাসস্ট্যান্ডে থেমে থাকা বরিশাল-খুলনা রুটের রংধনু পরিবহনের একটি বাসে মধ্যে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।
সদর থানার ওসি শীলমনি চাকমা জানান, বাসে আগুন দেয়ার ঘটনায় পুলিশ স্থানীয়দের সহায়তায় একটি কেরোসিনের বোতল ও দিয়াসলাইসহ এক জনকে আটক করতে সক্ষম হয়। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।