ঢাকা : অগ্নিসংযোগকারী, বোমা নিক্ষেপকারীসহ সব ধরণের নাশকতাকারীদের ধরিয়ে দিতে পারলে তাদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে র্যাব। পেট্রল বোমা তৈরি ও নিক্ষেপকারীকে ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা এবং ককটেল তৈরির পরিকল্পনাকারী ও নিক্ষেপকারীকে ধরিয়ে দিতে পারলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে বাহিনীটি।
শনিবার সকালে র্যাবের প্রধান কার্যালয়ে এক সংবাদ বিফ্রিংয়ে এ র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এই ঘোষণা দিয়েছেন।
তিনি জানান, ককটেল নিক্ষেপকারীর সম্পর্কে সঠিক তথ্য দিলে ১০ হাজার টাকা। গাড়ীতে বোমা, অগ্নিসংযোগ এবং ভাংচুরের ছবি ব্যক্তিগত মোবাইল বা ক্যামেরাতে ভিডিও চিত্র ধারণ করে র্যাবকে সরবরাহ করলে ১০ হাজার টাকা। পেট্রলবোমা নিক্ষেপকারীর সম্পর্কে সঠিক তথ্য দিলে ২০ হাজার টাকা। ককটেল নিক্ষেপকারীদেরকে হাতেনাতে গ্রেফতারে সাহায্য করলে ২৫ হাজার টাকা। টিভি চ্যানেলে দেখানো বোমা, পেট্রলবোমা নিক্ষেপ ও যানবাহন ভাংচুরকারী সন্ত্রাসীদের গ্রেফতারে সাহায্য করলে ২৫ হাজার টাকা। ককটেল নিক্ষেপের পরিকল্পনাকারী ও সংগঠকদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ৫০ হাজার টাকা। পেট্রলবোমা নিক্ষেপকারীদেরকে হাতেনাতে গ্রেফতারে সাহায্য করলে ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
যারা র্যাবকে সহায়তা করবে, তাদের পরিচয় গোপন রাখা হবে।
পুরস্কার ঘোষণার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই পরিস্থিতি থেকে উত্তরণে এসব কর্মকা- যারা করছেন তাদের বিরুদ্ধে বৃহৎ ঐক্যের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে সামাজিক অংশগ্রহণও জরুরি। যারা এসব করছে, তাদের সঙ্গে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। পেট্রল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করা দেশের আইনে ফৌজদারী অপরাধ। আইন অনুযায় তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ র্যাব তাই করবে।’
ডিজি বলেন, ‘যারা এই কাজটি করে তারা খুনি, হত্যাকারী এবং সন্ত্রাসী।’
শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলেও র্যাব মহাপরিচালক আশা প্রকাশ করছেন।