জনপ্রিয় মঞ্চ ও টিভি অভিনেতা নাদের চৌধুরী নির্মাণ করতে যাচ্ছেন তার প্রথম চলচ্চিত্র নদী উপখ্যান। সরকারি অনুদানের এ সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করবেন আনিসুর রহমান মিলন। এবারই প্রথম অনুদানের কোন সিনেমায় কাজ করছেন তিনি। মিলনের বিপরীতে অভিনয় করবেন সেরা নাচিয়ে মীম।
সিনেমা প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘প্রথমবারের মতো কোন সরকারি অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। এছাড়া নাদের ভাইয়ের প্রথম চলচ্চিত্র এটি। আশাকরি, সিনেমাটি দিয়ে দর্শকদের মাত করতে পারব।’
সিনেমার গল্পে দেখা যাবে- অনেকদিন পর নদীতে চর জেগেছে। বাবার কাছে জানতে পারে ওই চরের ওখানেই তাদের বাড়ি ছিল। নদীভাঙ্গনে পৈতৃক বাড়ি চলে যায়। তাই বাবার কথা শুনে আনিসুর রহমান মিলন চর দখল করতে যায়। চর দখল করতে গিয়ে মহাজনদের সঙ্গে শুরু হয় নানান সমস্যা।
ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত হবে এ সিনেমাটি। আগামী ১ ফেব্রুয়ারি থেকে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে।