ফেনীর দাগনভূঞায় দুর্বৃত্তরা সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল বোমা ছুড়েছে। এতে চালকসহ ৩ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার দুধমুখা বাজারে এ ঘটনা ঘটে।
এতে অগ্নিদগ্ধরা হলেন- অটোরিকশা চালক শাহজাহান পিন্টু, যাত্রী সাদ্দাম হোসেন ও মানিক মজুমদার। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে একই সময় শহরের ফেনী সেন্ট্রাল হাই স্কুলের সামনে ফেনী পৌরসভার কাউন্সিলর মো. মানিকের প্রাইভেটকারে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, ফেনী-বসুরহাট সড়ক দিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ফেনী আসছিল। অটোরিকশাটি দুধমুখা বাজারের পাশে কুমার পোল এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ৩ জন অগ্নিদগ্ধ হয়। তাদের দাগনভূঞার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।