বগুড়ায় ২ ঘণ্টায় ৪ গাড়িতে আগুন

বগুড়া জেলা সদরে দুই ঘণ্টার মধ্যে চারটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিনমাথা, চারমাথা, এরুলিয়া ও বারোপুর এলাকায় এ অগ্নিসংযোগ করা হয়। ক্ষতিগ্রস্ত চার গাড়ির মধ্যে তিনটি ট্রাক ও অপরটি বাস।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, এই দুই ঘণ্টার মধ্যে পর্যায়ক্রমে তিনমাথা আদর্শ কলেজ রোডের সামনে, চারমাথা পালসায় এবং এরুলিয়ায় একটি করে ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া, মাটিডালী বারোপুর সড়কে অগ্নিসংযোগ করা হয় বাসটিতে। দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা নেভানোর চেষ্টায় নামলেও তার আগেই যানবাহনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান বাংলানিউজের কাছে এসব ঘটনার সত্যতা স্বীকার করেন।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে চারমাথা ও মাটিডালী এলাকায় দু’টি এবং রাত পৌনে ৮টার দিকে শাজাহানপুর উপজেলাধীন ঢাকা-বগুড়া মহসড়কের সাজাপুর ফুলতলা (ফটকী ব্রিজ) এলাকায় একটি পণ্যবাহী ট্রাকসহ মোট ৩টি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ নিয়ে বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মোট ৮টি গাড়িতে আগুন দিলো দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *