পুলিশি বাধার মুখে বিএনপির মিছিল

নরসিংদীতে পুলিশি বাধার মুখে অবরোধ সমর্থনে মিছিল করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে সকাল ১১টার দিকে জেলা বিএনপির চিনিশপুরস্থ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে বাধা দেয় পুলিশ।

পরে পুলিশি বাধার মুখে জেলখানা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয় বিএনপির অবরোধ কর্মসূচি। এসময় সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুকউদ্দিন ভূঁইয়াসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *