ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি মিথ্যাবাদীর দল।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের বিবৃতি ও ভারতের বিজেপির সভাপতি অমিত শাহকে নিয়ে মিথ্যাচার করে গোটা জাতিকে অপমান করেছে বিএনপি।
সোমবার রাজধানীর সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে হানিফ জাতিকে অপমানের জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া গুলশানে অবরুদ্ধ নয়। তিনি ওখানে বসে বনভোজন করছেন। প্রতিদিন মোরগ, পলাউ নিয়ে কার্যালয়ে হাজির হচ্ছেন নেতাকর্মীরা।