সন্ত্রাসী হামলার হুমকিতে এবার বন্ধ করে দেয়া হলো পাকিস্তানের স্পিনার সাঈদ আজমলের পরিচালিত ক্রিকেট একাডেমি। দু’বছর আগে নিজের শহর ফয়সালাবাদে একটি ক্রিকেট একাডেমি খোলেন আজমল। প্রায় ২০০ ছেলেমেয়ে সেখান থেকে ক্রিকেট শেখে। কিন্তু সম্প্রতি এক অজ্ঞাত সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ থেকে আজমলকে একাডেমি বন্ধ করার কথা বলা হয়েছে। অন্যথায় সেখানে হামলা করা হবে বলে তারা হুমকি দিয়েছে। গত বছর ১৬ই ডিসেম্বর পাকিস্তানের পেশাওয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে বর্বরোচিত সন্ত্রাসী হামলা হয়। ওই হামলায় ১৩২ জন শিশু শিক্ষার্থী মারা যায়।
এমন হামলার পর আজমল নিজের একাডেমি চালু রাখতে ভয় পেয়ে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন। ফয়সালাবাদের ডেপুটি কমিশনারের সঙ্গে পরামর্শ করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমি বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন। চলতি বছর ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের জন্য পাকিস্তানের ৩০ সদস্যের দলে ছিলেন অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ আজমল। কিন্তু অ্যাকশন এখনও না শুধরানোয় বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন ৩৭ বছর বয়সী আজমল। তাকে ছাড়াই ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজমলের পরিচালিত একাডেমি বন্ধ করা সম্পর্কে তিনি বলেন, ‘এ একাডেমিতে ১৯৮ জন আবাসিক ক্ষুদে-শিশু ক্রিকেট শিক্ষা গ্রহণ করে। এছাড়া আরও ৮০ জন অনাবাসিক শিশু ক্রিকেট শিক্ষা নেয়। আমাকে অজ্ঞাত এক গোষ্ঠী হামলার হুমকি দিয়ে একাডেমি বন্ধ করতে বলেছে। শিশুদের নিয়ে আমি ঝুঁকি নিতে চাই না। প্রশাসনকে আমি ব্যাপারটি অবহিত করেছি। সরকারের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা পেলে তবেই একাডেমি আবার খোলা হবে।’
আতিক/প্রবাস