ঢাকা: চলমান সংকট রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে বলে মত দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা।
তিনি বলেন, ‘বর্তমান অস্থিরতাকে কাটাতে হলে রাজনৈতিক দলগুলোকে একই টেবিলে বসতে হবে। বসে সংকট সমাধানে দুই বড় রাজনৈতিক দলকে ‘ছাড়’ দিয়ে সমস্যা সমাধান করতে হবে। এছাড়া সংকট সমাধানের বিকল্প কোনো পথ নেই।’
বৃহস্পতিবার রাতে চলমান অচলাবস্থা নিরসনে করণীয় সম্পর্কে জানতে চাইলে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান জরুরি অবস্থার সময়ে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা সাবেক এই আমলা।
শামসুল হুদা বলেন, ‘এক্ষেত্রে সরকারের দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি। বিরোধী রাজনৈতিক দলকেও ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে। কারণ রাজনৈতিক বিষয় সমঝোতার ব্যাপার। সবাইকে ছাড় দিয়েই সমঝোতা করতে হবে।’
ড. শামসুল হুদা বলেন, ‘আলোচনার বিষয়ে সরকারি দল থেকে সেই রকম কোনো উদ্যোগ নেই। বিএনপিও একই পথে। এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতি ধসে যাবে। জানমালের ক্ষতি হবে। দুর্ভাগ্য হলো, রাজনৈতিক দলের হানাহানির ফল ভোগ করতে হবে দেশের জনগণকে, কোনো রাজনৈতিক দলকে নয়।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরোধী রাজনৈতিক দল বিএনপির ভূমিকা সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। কারণ, তারা তো এখন আর ক্ষমতায় নেই। কিন্তু সরকার যা করছে, সেটা সমর্থন করার মতো নয়। এ জন্য একসময় তাদের চড়া মূল্য দিতে হবে। তারা বিরোধী দল বিএনপিকে দমন-পীড়নের জন্য কখনো হার্ডলাইনে, কখনো সফটলাইনে কর্মকাণ্ড চালাচ্ছে। গত কয়েক বছরে সফটলাইন আর হার্ডলাইনের সূচক ওঠানামা করেছে। এখন যা করছে, তা সহনীয় মাত্রা ছাড়িয়ে গেছে।’