ইজতেমা থেকে বোমাসহ ৯ ব্যক্তি আটক

ঢাকা : রাজধানীর অদুরে টঙ্গীর তুরাগ তীরে হজ্ব এর পর মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন বিশ্ব ইজতেমা এলাকা থেকে বোমা সহ ৯ ব্যক্তিক আটক করা হয়েছে। ইজতেমার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
টঙ্গীর কহর দরিয়ার তীরে আজ শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫০ তম পর্ব।তিন দিনব্যাপী ইজতেমার প্রথম দিন শুক্রবার হওয়ায় মানুষের যেন ঢল নেমেছে।
তবে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনেকটাই বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ।

তবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও দলের পক্ষে ইজতেমাগামী যানবাহনকে অবরোধের আওতামুক্ত বলে ঘোষণা দিয়েছেন।

ইজতেমাকে সর্বাত্মকভাবে সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারি ছাড়াও প্রশাসনের তরফ থেকে নেয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রস্তুতি।
ইজতেমাস্থলে দেশি-বিদেশি মুসল্লিদের নিরাপত্তা দিতে পুলিশ, আনসার ও র‌্যাব সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক রয়েছে।
৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ৪ দিন বিরতির পর ১৬ জানুয়ারি বাদ ফজর থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব এবং ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *