নাশকতার আশঙ্কায় ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ৮ কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (০৯ জানুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক কর হয়।
আটকরা হলেন- দুলাল, সাদেকুল, হুরুন অর রশিদ, আরিফুল, সাইদুল, আলতাফুর, মিজান ও লোকমান।
এদিকে, ২০দলের ডাকা অবরোধ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ঢিলেঢালাভাবে চলছে। কোনো নেতাকর্মীকে পিকেটিং, মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি।
শুক্রবার দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বড় কোনো যানবাহন চলাচল করেনি। তবে, রিকশা-ভ্যানসহ ছোট যানবাহন চলাচল করছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।