বিএনপি সমর্থিত সাংবাদিক ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার গুলশানের অবরুদ্ধ কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। রাত সোয়া ৮টায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ্ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান কার্যালয়ে প্রবেশ করেন।
সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের শওকত মাহমুদ বলেন, ‘‘ দেশনেত্রী বলেছেন, অবরোধ কর্মসূচি চলবে। কেনো বিরতি নেই। যতক্ষন পর্যন্ত বিজয় না আসবে, ততক্ষন পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনার এই আন্দোলন চলবে।’’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোবল কেমন দেখলেন, জানতে চাইলে তিনি বলেন, ‘‘ আমাদের মনে হয়েছে, তার মনোবল আগের চাইতে দৃঢ়।’’
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
আতিক/প্রবাস