সুপ্রিমকোর্টে মুখোমুখি জাতীয়তাবাদী ও আওয়ামী আইনজীবীরা

ঢাকা: সুপ্রিমকোর্টে মুখোমুখি অবস্থানে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমস্বয় পরিষদ। আদালত প্রাঙ্গণে দুটি গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। পাল্টাপাল্টি কর্মসূচি যেকোনো মুহূর্তে সংঘর্ষে রূপ নিতে পারে।

বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের এ কর্মসূচি শুরু হয়। প্রথমে তারা মুখোমুখি দাঁড়ালেও পরে পৃথক স্থানে অবস্থান নেন।

দুপুরে ‘সন্ত্রাস জঙ্গিবাদ ও আইন অঙ্গনে নৈরাজ্যের প্রতিবাদে’ মানবন্ধন কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমস্বয় পরিষদ। একই সময়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আদালত ভবনের সামনে সমাবেশ শুরু করে। এসময় তারা বিক্ষোভ মিছিল মিছিলও করেন। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তারা শেখ হাসিনাকে খুনি হাসিনা বলে স্লোগান দেন।

অপরদিকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে মানবন্ধন করছেন আওয়মীপন্থি আইনজীবীরা। তারা বিএনপি চেয়ারপরসন বেগমম খালেদা জিয়ার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *