মালয়েশিয়া বন্যা দুর্গতদের সাহায্যের্থে এগিয়ে আসলেন বাংলাদেশ কমিউনিটি

জহিরুল ইসলাম হিরন,মালয়েশিয়া প্রতিনিধি :এশিয়ার ইউরোপ খ্যাত মালয়েশিয়ার কেলান্তান,পেরাক,পাহাং,কেডাহ,নেগরী সেম্বিলান রাজ্য সহ বেশ কয়েকটি এলাকা এখনো স্বরনকালের ভয়াবহ সৃষ্ট পানির নিছে ।২লক্ষের উপরে মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্হান করছে,সেই সব অসহায় মানুষ গুলোর জন্যে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে মালয়েশিয়ায় অবস্হানরত বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ ।

 

বাংলাদেশী ব্যবসায়ীদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এ ত্রান বিতরনের উদ্যেগ । কুয়ালালামপুরের বাংলা মার্কেট খ্যাত কোতারায়ায় সংগ্রহ করা হচ্ছে ত্রান সামগ্রী ।ব্যবসায়ীদের পাশাপশি মালয়েশিয়ায় অবস্হানরত সকল পেশার প্রবাসীদের কাছ থেকেও নেওয়া হচ্ছে সামর্থ্ অনুযায়ী অনুদান,শুকনো খাবার,শিশু খাদ্য ও অনন্য সামগ্রী ।

এখন পর্য্ন্ত প্রায় ২লক্ষ রিংগিত(বাংলাদেশী টাকায় প্রায় ৪৪লক্ষ ষাট হাজার টাকা)মত নগদ কালেকশান হয়েছে ।আগামী ৭ অথবা ৮ জানুয়ারী এসব টাকায় ত্রান সামগ্রী ক্রয় করে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে পেীছে দেওয়া হবে দুর্গ্ত এলাকা সমূহে ।

এ উপলক্ষে গতকাল রাত ৯টায় কুয়ালালামপরের কোতারায়া রাজধানী রেষ্টুরেন্ট এ এক সভা অনুষ্ঠিত হয় ।কোতারায়ার ব্যবসায়ীরা সহ কুয়ালালামপরের আশপাশের বাংলাদেশী ব্যবসায়ীরা এ সময় উপস্হিত ছিলেন ।

এসময় ত্রান তৎপরতা নিয়ে বিভিন্ন বিষয় শেয়ার করেন ব্যবসায়ী নেতা শহীদ উল্যাহ ও রাসেদ বাদল ।তারা বলেন এ মালয়েশিয়াতেই এখন আমাদের রুটি রুজির ব্যবস্হা হচ্ছে,মালয়েশিয়ানরা আমাদের সকল বিপদে আপদে ছুটে আসে আজ তাদের এই দু:সময়ে আমরা তাদের পাশ দাঁড়ানো যেমনি সেীভাগ্যের তেমনি অধুর ভবিষ্যতে এই হাত বাড়ানো আমাদেরই কোন কল্যান বয়ে আনবে বলি বিশ্বাস রাখি ।

এসময় ব্যবসায়ীদের মধ্যে আরও উপস্হিত ছিলেন অহিদুর রহমান, মো: কাজী সালাহ উদ্দিন, আবাদ, আক্তার, আলী, রুবেল, মিন্টু, জামাল ও নাজমুর প্রমূখ ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *