সঙ্কট সমাধানে ভারতের সাহায্য চেয়েছে বিএনপি

বাংলাদেশের চলমান সঙ্কট মোকাবিলায় ভারতের সাহায্য চেয়েছে বিএনপি। গণতন্ত্র বাংলাদেশে এই মুহূর্তে চরম সঙ্কটের মুখে দাবি করে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারতকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে। ভারতের টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ভয়ঙ্কর হুমকির মুখে। বাংলাদেশে গণতন্ত্র ব্যর্থ হলে তা দেশকে সন্ত্রাসবাদের পথে ঠেলে দেবে। তার মতে, সন্ত্রাসবাদের অভ্যুদয় ভারতের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। বিএনপি নেতা আরও বলেছেন, এক প্রতিবেশি এবং বন্ধু দেশ হিসেবে ভারতের উচিত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো। তিনি বলেন, ভারতের পরীক্ষিত গণতন্ত্র আর বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক দেশ হয়ে উঠতে চাইছে। গণতন্ত্রের মূল কথাই হল অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে স্তব্ধ করে দিতে সরকার নৃশংসভাবে শক্তি প্রয়োগ করছে। পুলিশের ছত্রছায়ায় আওয়ামী লীগের সশস্ত্র গুন্ডারা আমাদের সদস্য ও সমর্থকদের উপর আক্রমণ চালাচ্ছে। পার্টি অফিস পুড়িয়ে দিচ্ছে। দু হাজারের বেশি বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকার দাবি করছে যে ইউপিএ সরকারের মত এনডিএ সরকারও আওয়ামী লীগের শক্তভাবে পেছনে রয়েছে। আর সেই জোরে তারা আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে গায়ের জোরে প্রতিহত করতে এগিয়ে এসেছে। তবে নজরুল ইসলাম খান ভারতে সতর্ক করে দিয়ে বলেছেন, এতে ভারতেরই বদনাম হচ্ছে। সেই সঙ্গে তিনি বলেছেন, আমরা আশাকারি ভারত বাংলাদেশের মানুষের আবেগের কথা উপলব্ধি করে পদক্ষেপ নিতে এগিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *