নাসিরের দলে ফেরা ও যতকথা

টানা বাজে পারফরমেন্সের কারণে জিম্বাবুয়ে সিরিজে সুযোগ না পাওয়া তরুণ অলরাউন্ডার নাসির হোসেন। তবে ঢাকা প্রিমিয়ার লীগে একটি সেঞ্চুরি ও ৩টি ফিফটি হাঁকিয়ে ১৪ ম্যাচে ৪৯৫ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। আর সে বিবেচনাতেই নাসিরকে দলে রেখেছেন নির্বাচকরা। ৪১ ওয়ানডে খেলা নাসির ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দল থেকে বাদ পড়েন।

২৩ বছরের এই ব্যাটসম্যান ২০১৪ সালে তেমন সুবিধা করতে পারেন নি। ১১ ইনিংসে তার সংগ্রহ মাত্র ২২৫ রান। সর্বোচ্চ ৪১ আফগানিস্তানের বিপক্ষে। অবশ্য তারপরও তার গড় মন্দ নয়, ৩৪.৮০। দলে ফেরার প্রতিক্রিয়ায় বলেন, প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। আমারও স্বপ্ন ছিল। সেই সুযোগটি আসায় খুবই ভাল লাগছে। ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট এটি। তাই এখানে খেলতে পারলে
অবশ্যই ভাল লাগবে।

তবে জাতীয় দল থেকে বাদ পড়ার পর বেশ কঠিন সময় পার করেছি। এ সময় আমি স্বাভাবিক থাকার চেষ্টা করেছি। ফর্মে ফেরার জন্য সব চেষ্টাই করেছি। পরিশ্রম করেছি। নেটে সময় দিয়েছি। কিভাবে উন্নতি করা যায় সে সম্পর্কে কোচ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। তাদের পরামর্শগুলো কাজে লাগিয়ে উন্নতি করেছি। সত্যি কথা বলতে বিশ্বকাপেই ফিরবো টার্গেট ছিল না।

আমি আমার স্বাভাবিক খেলার চেষ্টা করেছি। ব্যাটিংটা উপভোগ করার চেষ্টা করেছি, যার কারণে সফল হয়েছি। বিশ্বাস ছিল যদি ভাল পারফর্ম করি তাহলে দলে অবশ্যই সুযোগ পাব। অস্ট্রেলিয়ায় এতো সহজে গিয়ে আমরা খেলতে পারবো না। ওখানকার কন্ডিশন ও উইকেট সব কিছুই ভিন্ন। আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে। আর আমরা অস্ট্রেলিয়াতে ২০ দিন আগে যাবো। সেই ২০ দিন আমাদেরকে ঠিকমতো কাজে লাগাতে হবে।’

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *