পূর্ব জার্মানির
ড্রেসডেন শহরে রেকর্ডসংখ্যক ১৮,০০০ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ইউরোপ ও পশ্চিমা রাষ্ট্রসমূহে ইসলামের প্রভাব ও ইসলামীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ড্রেসডেনসহ বেশ কয়েকটি শহরে গতকাল ব্যাপক এ বিক্ষোভে অংশ নেন ডানপন্থী ‘প্যাট্রিয়টিক ইউরোপিয়ান্স আগেনস্ট দ্য ইসলামাইজেশন অব দ্য অক্সিডেন্ট (পিইজিআইডিএ)’-এর সমর্থকরা।
এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা ও বিবিসি। ড্রেসডেনসহ বার্লিন, স্টুটগার্ট, কোলোন শহরেও এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে পিইজিআইডিএ। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের আহ্বান সত্ত্বেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কারণ, এ ধরনের বিক্ষোভ সাম্প্রদায়িক বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে মনে করতে পারেন অনেকেই। ডানপন্থী সংগঠনটির বক্তব্য, তারা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন।
পিইজিআইডিএ’র বিক্ষোভ কর্মসূচির বিরোধিতা করে পাল্টা বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি বিরোধী সংগঠন। এদিকে স্টুটগার্ট, মুয়েনস্টার ও হামনবুর্গে পিইজিআইডিএ’র বিরুদ্ধে অবস্থান নিয়ে পাল্টা-বিক্ষোভে অংশ নেন প্রায় ২২ হাজার মানুষ। গত অক্টোবর মাস থেকে পিইজিআইডিএ এ বিক্ষোভ আন্দোলন শুরু করে। তবে এতো বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি এটাই প্রথম।
আতিক/প্রবাস