নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৩৫

নারায়ণগঞ্জে তিনটি স্থানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। এদের মধ্যে বন্দর থানার ওসি, চ্যানেল ৭১ টেলিভিশনের স্থানীয় ক্যামেরাপার্সনও রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে বন্দর থানা বিএনপি একটি কালো পতাকা মিছিল বের করে। এসময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা চলতে থাকে। পুলিশ এ সময় ৫০-৬০ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে। এতে চ্যানেল ৭১ টিভির নারায়ণগঞ্জের ক্যামেরাপার্সন জামিল হোসেন উল্লাসের হাতে গুলি বিদ্ধ হয়।
বিএনপি কর্মীরা পুলিশের ব্যবহার করা একটি টেম্পোতে আগুন লাগিয়ে দেয়। তাদের নিক্ষিপ্ত ইটের আঘাতে বন্দর থানার ওসি নজরুল ইসলামসহ তিনজন আহত হন।
আহত ক্যামেরাপার্সন উল্লাস অভিযোগ করেন, ভিডিও করার সময় তিনি নিজের পরিচয় দেওয়ার পরও পুলিশ তার দিকে গুলি ছোড়ে।

রাজ / প্রবাস নিউজ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *