সোমবারের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে বিবিসি বাংলার কাছে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জোর দিয়ে বলেন।
তিনি বিবিসি বাংলাকে বলেন, সরকারি বাধা থাকলেও আমি সোমবারের সমাবেশ প্রত্যাহার করছি না। আমার কর্মীরা রাস্তায় আছে এবং নির্ধারিত সমাবেশের চেষ্টা করা হবে।
তিনি নিজে ওই সমাবেশে যাওয়ার চেষ্টা করবেন বলেও জানান।
তিনি অভিযোগ করে বলেন, শনিবার রাত থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাকে পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে।
খালেদা জিয়া বলেন, ‘নির্বাচনের আগেও ২৯ ডিসেম্বর আমি কর্মীদের সঙ্গে যোগ দেয়ার চেষ্টা করেছিলাম, সরকার করতে দেয়নি। এবারও আরো বেশি পুলিশ দিয়ে আমাকে বাধা দেয়া হচ্ছে।’
নাশকতার আশঙ্কায় পুলিশ ঢাকায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে।
এ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘বিএনপি নয়, সরকারই নাশকতায় লিপ্ত হয়েছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম… আমাদের নেতা-কর্মীদের ঘরে ঢুকে ঢুকে নির্যাতন করা হচ্ছে।’
তিনি বলেন, ‘কোনো কর্মসূচির আগে কোনো দলের নেতাকে এভাবে অন্তরীণ করে রাখার নজির বাংলাদেশে নেই।’
রোববার রাতে নিজ কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় টেলিফোনে তিনি বিবিসি বাংলাকে এ সাক্ষাৎকার দেন।
৫ জানুয়ারি বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন। ওই নির্বাচন বয়কট করে বিএনপি। ফলে ভোটারবিহীন নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে আওয়ামী লীগ। বিএনপি শুরু থেকেই এ সরকারকে মেনে নিতে পারেনি। তাই ৫ জানুয়ারি তারা ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালন করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায়। কিন্তু ডিএমপির পক্ষ থেকে অনুমতি না দিয়ে বরং ঢাকায় অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করে। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করা হয় এবং খালেদা জিয়াকে শনিবার রাত থেকেই তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
One thought on “সোমবারের কর্মসূচি চলবে: বিবিসিকে খালেদা”