পুলিশি অ্যাকশনে লাঞ্ছিত বিএনপি নেতাকর্মীরা

ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে।

জানা গেছে, রোববার ১২টা ২০ মিনিটের দিকে বিকল্পধারার সভাপতি বদরুদ্দৌজা চৌধুরী। এসময় একটি মিছিল খালেদার কার্যালয়ের কাছাকাছি এসে স্লোগান দিতে শুরু করে এবং পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। তখন মারমুখি ভূমিকা নেয় পুলিশ। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে তারা। এছাড়া বেশ কয়েকজনকে আটক করে।

এর মধ্যে বেশকয়েকজন রাস্তায় ফেলে বুট দিয়ে লাথি মারে পুলিশ। পরে তাদের পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।
gulsan-bnp-ofice-9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *