পুর্ব ঘোসনা ‍ছাড়াই সাভারে উচ্ছেদ অভিযান শুরু

কোনো নোটিশ ছাড়াই সাভারের বড় আশুলিয়ায় সরকারি জমিতে গড়ে তোলা শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত।

বিনা নোটিশে উচ্ছেদ করায় সরকারি জমিতে বসবাসরতরা চরম ভোগান্তিতে পরেছেন বলে আভিযোগ করেছেন এলাকাবাসী।

শনিবার (৩ই জানুয়ারি) দুপুরে সাভারের বড় আশুলিয়া এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

এ উচ্ছেদ অভিযানে প্রায় দু’শর বেশি ঘরবাড়ি, দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদের আওতায় পরবে বলেও জানান এলাকাবাসী।

তবে তাৎক্ষণিক এ রকম অভিযানে হতবাক এলাকার জন সাধারণ।এ অভিযানের মধ্যদিয়ে এলাকার ৭০- ৮০টি পরিবার হারাতে বসেছে তাদের একমাত্র আবাসস্থল।

এলাকার রুহুল আমিনের ছেলে আবুল কালাম অভিযোগ করে বলেন, কোনো লিখিত নোটিশ ছাড়াই আমাদের বাড়িঘর ভাঙ্গা শুরু করেছেন ভ্রাম্যমান আদালত। আমাদের সাজানো সংসার ভাঙার মানেই হয়না।

তিন সন্তানের জননী সকিনা বেগমের অভিযোগ, সরকারি জমির ওপর আমরা বাড়ি করেছি। এখন সবার চোখে পরেছে। আগে কোথায় ছিলেন তারা। আমরা ক্ষতিপুরণ চাই।

পয়ষট্টি বছরের বৃদ্ধা জহুরা বেগম অভিযোগ করে বলেন,শ্বশুর শাশুড়ির ভিটে মাটি এটি। এই জমি আমাদের কাছ থেকে নিয়ে সরকার কাকে দিতে চাইছে।

তিনি আরো বলেন, প্রায় দেড়শ বছর আগে থেকে আমাদের পূর্ব পুরুষেরা এখানে বসবাস করে আসছে। বৃদ্ধ বয়সে আমি এখন কোথায় যাব বলেই হাউমাও করে কেঁদে ফেলেন তিনি।

তবে শত শত পুলিশের উপস্থিতিতে এসব বাড়ি-ঘর উচ্ছেদ করতে ব্যবহার করা হচ্ছে দুইটি ভোলডোজার। উচ্ছেদ করতে প্রায় দুইদিন লেগে যাবে জানালেন উচ্ছেদ কর্মীরা।

উচ্ছেদ অভিযানের আওতায় পরা রিকশা চালক আতিকুর রহমান বলেন, অনেক কষ্ঠে মাথার ঘাম পায়ে ফেলে ইট দিয়ে একটি ঘর বানাইছি। এই ঘরটি ভেঙে দিলে সন্তানদের নিয়ে কোথায় যাবো এ নিয়ে চরম সঙ্কায় পরেছেন তিনি।

তার অভিযোগ,আমাদের বাড়িঘর উঠাইয়া দিয়া সাহাবুদ্দিনকে বসানোর জন্যই এই উচ্ছেদ। তার দাবি ,সরকারি খাস জমি পাইলে আমরা পাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *