ডিএমপিতে বিএনপির প্রতিনিধি দল

ঢাকা: ৫ জানুয়ারি ঢাকায় জনসভা করার অনুমতি চায় বিএনপি। এজন্য বৃহস্পতিবার বিকেলে (১ জানুয়ারি)  ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনে (ডিএমপি) যায় বিএনপির একটি প্রতিনিধি দল।প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক ও সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।

আব্দুল লতিফ জনি বলেন, জনসভার অনুমতির বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। উনাকে পাইনি। কথা হয়েছে সহকারি কমিশনার (প্রশাসন) সাহাব উদ্দীনের সঙ্গে। উনি আমাদেরকে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন।

৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচনের বর্ষপূর্তির দিন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এরই অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান, শাপলা চত্বর ও নয়াপল্টন ব্যবহারের অনুমতি চেয়ে কয়েকদিন আগে ডিএমপিকে চিঠি দেয় বিএনপি। কিন্তু এখন পর্যন্ত অনুমতি মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *