বছরজুড়ে ছিল বড় তারকাদের জয়জয়কার

২০১৪ সাল ছিল বড় তারকাদের জয়জয়কারের বছর। বছরজুড়েই বড় তারকাদের ছবি সবচেয়ে বেশি মুক্তি পেয়েছে। দর্শকপ্রিয়তা ও সফলতার দিক দিয়েও এগিয়ে ছিল এসব ছবি। প্রায় ১৫০টি ছবি বলিউডে মুক্তি পেয়েছে। এর মধ্যে বছরের প্রথম হিট ছবি হিসেবে জায়গা করে নেয় দিব্যিয়া খোসলা কুমারের ‘ইয়ারিয়া’। এদিকে বলিউডের শীর্ষ তিন খানই উপস্থিত ছিলেন তাদের ছবি নিয়ে। বলিউড বক্স অফিসকে চাঙ্গা থেকে চাঙ্গাতর করতে আমিরের ‘পিকে’, ‘শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং সালমানের ‘কিক’ ও ‘জয় হো’ বড় ভূমিকা রেখেছে। তবে ব্যবসা সফলতার দিক দিয়ে এখন পর্যন্ত আমিরের ‘পিকে’ই এগিয়ে রয়েছে। খানদের পাশাপাশি হৃতিক রোশন-কাটরিনার ‘ব্যাং ব্যাং’, অজয় দেবগানের ‘অ্যাকশন জ্যাকসন’, অজয়-কারিনার ‘সিংহাম রিটার্নস’ ছিল ব্যবসা সফল। এর মধ্যে উল্লেখযোগ্য দিক হলো, ‘কিক’, ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘ব্যাং ব্যাং’ ছবির গল্প গড়ে উঠেছে চোর ও বড় ধরনের চুরিকে কেন্দ্র করে। অন্যদিকে এ বছর অক্ষয় কুমার, শহিদ কাপুর, গোবিন্দ, রণবীর সিং, কারিনা কাপুর, কাটরিনা, প্রিয়াংকা চোপড়া, বিদ্যা বালান, সোনাক্ষিদের মতো শীর্ষ তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর বাইরেও অনেক ছোট বাজেটের ছবিও ভাল ব্যবসা সফলতা পেয়েছে। এর মধ্যে ‘রাগিনি এমএমএস-২’, ‘হেট স্টোরি-২’, ‘এক ভিলেন’, ‘গুন্ডে’, ‘শাদি কে সাইড অ্যাফেক্ট’, ‘টু স্টেটস’, ‘দ্য এক্সপোজ’, ‘রাজা নটবরলাল’, ‘হায়দার’, ‘ক্রিয়েটর থ্রিডি’, ‘উঙলি’ অন্যতম।
বছরের আলোচিত-সমালোচিত-বিতর্কিত ঘটনা: ২০১৪ সালে ‘পিকে’র পোস্টারে আমির খানের নগ্ন পোজ দেয়াই ছিল সর্বাধিক আলোচিত ঘটনা। জানা গেছে, যে রেডিওটি দিয়ে নিজের গোপন অঙ্গ ঢেকেছিলেন আমির, সেই ১৩০ রুপির রেডিওটি নিলামে বিক্রি হয়েছে আড়াই লাখ রুপিতে। এ ছবিতে দুর্দান্ত অভিনয় করেও আলোচিত ছিলেন আমির। এছাড়াও দীর্ঘদিনের লুকোচুরির পর রণবীর ও কাটরিনা নিজেদের প্রেম প্রকাশ করেছেন সবার সম্মুখে। নভেম্বরে এক ছাদের নিচে লিভ টুগেদার শুরু করেন তারা। মুম্বইয়ের একটি অ্যাপার্টমেন্টে তারা একসঙ্গে থাকছেন। অন্যদিকে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমকাহিনী ভালভাবেই রটেছে এ বছর। শুধু তাই নয়, বিদেশ সফরেও তারা একসঙ্গে গিয়েছেন ও থেকেছেন। তবে একটি ম্যাগাজিনে অর্ধনগ্ন হয়ে পোজ দেয়ায় ডিসেম্বরে এসে আনুশকার ওপর দারুণ ক্ষেপেছেন কোহলি। তাদের সম্পর্কটি এখন কোনদিকে যাবে সেটাই দেখার বিষয়। ‘রাগিনি এমএমএস-২’ ছবিতে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়ে আলোচনার শীর্ষে অবস্থান করেছেন সানি লিওন। ‘হেট স্টোরি-২’ ছবিতে নগ্ন হয়ে বিতর্কের মুখে পড়েন সুরভিন চাওলা। ‘রঙ রসিয়া’ ছবিতে আপত্তিকর দৃশ্যে অভিনয় করে আলোচিত-সমালোচিত হন নন্দনা সেন। এ বছর অনেক ছবিতে প্রচারণামূলক গানে অংশ নিয়ে রেকর্ড গড়েন সংগীত তারকা ইয়ো ইয়ো হানি সিং। অমিতাভ, অক্ষয়, অজয় দেবগান, কারিনা, সানি লিওনসহ একাধিক বলিউড তারকার সঙ্গে বিভিন্ন গানে পারফরম করেন তিনি। ছবির ব্যবসা সফলতার এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়ান হানি সিং। ১৯৭১ সালের বাংলাদেশ যুদ্ধকে ভুল ব্যাখ্যা দিয়ে ‘গুন্ডে’ ছবিটি ছিল সর্বাধিক সমালোচিত। এদিকে এ বছর বলিউড ছবিতে সর্বাধিক হিট-সুপারহিট গান উপহার দিয়ে সংগীত শিল্পীদের মধ্যে শীর্ষে ছিলেন অরিজিৎ সিং ও হানি সিং।
২০১৪-এ মুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য ছবি
‘ধেড় ইশকিয়া’, ‘ইয়ারিয়া’, ‘জয় হো’, ‘হাসে তো ফাসে’, ‘হার্টলেস’, ‘ইয়োঙ্গিস্তান’, ‘গুন্ডে’ ‘ডর এট দ্য মল’, ‘গুলাব গ্যাং’, ‘হাইওয়ে’, ‘শাদি কি সাইড অ্যাফেক্ট’, ‘কুইন’, ‘টোটাল সিয়াপা’, ‘বেওয়াকুফিয়া’, ‘রাগিনি এমএমএস-২’, ‘ও তেরি’, ‘ম্যায় তেরা হিরো’, ‘ভূতনাথ রিটার্নস’, ‘রিভলভার’, ‘কোয়েলাঞ্চল’, ‘দ্য এক্সপোজ, ‘টিলড্রেন অব ওয়্যার’, ‘হিরোপান্তি’, ‘কোচাধিয়ান’, ‘হলিডে’, ‘সিটিলাইট’, ‘এক ভিলেন’, ‘ববি জাসুস’, ‘হাম্পাটি শার্মা কি দুলহানিয়া’, ‘হেট স্টোরি-২’, ‘কিক’, ‘পিৎজা’, এন্টারটেইনমেন্ট’, ‘সিংহাম রিটার্নস’, ‘মেরি কম’, ‘ক্রিয়েটর থ্রিডি’, ‘খুবসুরত’, ‘দাওয়াত এ ইশক’, ‘ব্যাং ব্যাং’, ‘হায়দার’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘রোর-টাইগারস অব সুন্দরবন’, ‘রঙ রসিয়া’, ‘কিল দিল’, ‘হ্যাপি ইন্ডিং’, ‘উংলি’, ‘অ্যাকসন জ্যাকসন’, ‘পিকে’ প্রভৃতি।

বছরের সর্বাধিক আলোচিত ১০ তারকা
১. আমির খান (পিকে)
২. সালমান খান (কিক এবং জয় হো)
৩. সানি লিওন (রাগিনি এমএমএস-২)
৪. শাহরুখ খান (হ্যাপি নিউ ইয়ার)
৫. সুরভিন চাওলা (হেট স্টোরি-২)
৬. হৃতিক রোশন (ব্যাং ব্যাং) এবং দীপিকা পাডুকোন (হ্যাপি নিউ ইয়ার)
৭. কারিনা কাপুর (সিংহাম রিটার্নস) এবং কাটরিনা কাইফ (ব্যাং ব্যাং) এবং আলিয়া ভাট (টু স্টেটস, হাম্পাটি শার্মা কি দুলহানিয়া এবং হাইওয়ে)
৮. ইমরান হাশমি (উংলি ও রাজা নটবরলাল) এবং সিদ্ধার্থ মালহোত্রা (এক ভিলেন)
৯. বিপাশা বসু (ক্রিয়েটর থ্রিডি) এবং শ্রদ্ধা কাপুর (এক ভিলেন)
১০. প্রিয়াংকা চোপড়া (গুন্ডে এবং মেরি কম)।

২০১৪-এ মুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য ছবি
‘দেড় ইশকিয়া’, ‘ইয়ারিয়া’, ‘জয় হো’, ‘হাসে তো ফাসে’, ‘হার্টলেস’, ‘ইয়োঙ্গিস্তান’, ‘গুন্ডে’ ‘ডর এট দ্য মল’, ‘গুলাব গ্যাং’, ‘হাইওয়ে’, ‘শাদি কি সাইড অ্যাফেক্ট’, ‘কুইন’, ‘টোটাল সিয়াপা’, ‘বেওয়াকুফিয়া’, ‘রাগিনি এমএমএস-২’, ‘ও তেরি’, ‘ম্যায় তেরা হিরো’, ‘ভূতনাথ রিটার্নস’, ‘রিভলভার’, ‘কোয়েলাঞ্চল’, ‘দ্য এক্সপোজ, ‘টিলড্রেন অব ওয়্যার’, ‘হিরোপান্তি’, ‘কোচাধিয়ান’, ‘হলিডে’, ‘সিটিলাইট’, ‘এক ভিলেন’, ‘ববি জাসুস’, ‘হাম্পাটি শার্মা কি দুলহানিয়া’, ‘হেট স্টোরি-২’, ‘কিক’, ‘পিৎজা’, এন্টারটেইনমেন্ট’, ‘সিংহাম রিটার্নস’, ‘মেরি কম’, ‘ক্রিয়েটর থ্রিডি’, ‘খুবসুরত’, ‘দাওয়াত এ ইশক’, ‘ব্যাং ব্যাং’, ‘হায়দার’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘রোর-টাইগারস অব সুন্দরবন’, ‘রঙ রসিয়া’, ‘কিল দিল’, ‘হ্যাপি ইন্ডিং’, ‘উংলি’, ‘অ্যাকসন জ্যাকসন’, ‘পিকে’ প্রভৃতি।

বছরের সেরা ১০ ছবি (দর্শকপ্রিয়তা
ও ব্যবসা সফলতার বিচারে)
১. পিকে ২. হ্যাপি নিউ ইয়ার ৩. কিক ৪. জয় হো
৫. ব্যাং ব্যাং ৬. এক ভিলেন ৭. অ্যাকশন জ্যাকসন
৮. সিংহাম রিটার্নস ৯. টু স্টেটস ১০. ইয়ারিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.