ফখরুলকে ভারমুক্ত করা সময়ের দাবি

বিএনপি ধীরে চলার নীতি গ্রহণ করেছে বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যুগান্তকারী এবং সময়ের সঠিক সিদ্ধান্তের জন্য ম্যাডামসহ সব নেতা ও ফখরুল ইসলাম সাহেবকেও আন্তরিক অভিনন্দন জানাই।

আন্দোলন মানে গালাগালি, কাটাকাটি, মারামারি নয়। আন্দোলন হলো সঠিক বিষয়ে সঠিক সময়ে সঠিকভাবে জনগণের বিবেক জাগ্রত করা এবং জনগণের সেই জাগ্রত বিবেককে সংগঠিত করা। যে রাজনৈতিক দল যত সফলভাবে জনগণকে তাদের পক্ষে সংগঠিত করতে পারবে রাজনীতির জয়ের মালা তাদের গলাতেই শোভা পাবে।

সামনে বিএনপির সুদিন। ভয়ের কিছু নেই। সরকার ভীত হয়ে গেছে। তাই কঠোর হওয়ার চেষ্টা করছে যা তাদের দুর্বলতার লক্ষণ। মামলা আর হামলায় কিছুই যাবে আসবে না। ধৈর্যই এখন সবচেয়ে বড় আন্দোলন। প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন তার সুযোগ নেওয়াই হবে সূক্ষ্ম রাজনৈতিক চাল। যে নিতে ব্যর্থ হবে সেই পিছিয়ে যাবে।

ম্যাডাম, দয়া করে ফখরুল সাহেবকে ভারমুক্ত করুন। বিষয়টি মানুষ ভালোভাবে নিচ্ছে না। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাকি নেই বলে দুর্জনরা সমালোচনা করছেন।

লেখক : সাবেক সংসদ সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *