ঢাকাতে সেদিন ১৩০০০ ব্যাটারী চালিত রিকশা ভেঙ্গে ফেলা হয়েছে । কাকে বাঁচাতে কার পেটে এই লাথি ?
দেশ যেহেতু ভারতের অঙ্গরাজ্য আর ভারতের রাজ্যসরকার আওয়ামীলীগের হাতে দেশ এই লুটেরা সরকার সব সময় নিজেদের আখের গোছাচ্ছে। এখন প্রশ্ন হলো সাড়া বাংলাদেশের সবখানে এই ব্যাটারী চালিত রিকশা আর ভ্যান এলো কোথা থেকে? যারা চালায় তারা নিশ্চয় আমদানী বা আবিস্কারক নয়। আওয়ামীলীগের দুষ্কৃতিকারীরাই এই ব্যাটারী চালিত রিকশা ও ভ্যান বাজারে নিয়ে আসে তারপর সেগুলা বিক্রি করে মুনাফা কামিয়ে এখন ভেঙ্গে ফেলছে আর যারা এইসব যানবাহন কিনেছিল বা ভাড়া নিয়েছিল তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ভারতের রাজ্যসরকার আওয়ামীলীগের মুনাফা হলেই হলো। সাড়া বাংলাদেশে চোর ডাকাত খুনী ধর্ষকদের নিয়ে গঠিত আওয়ামী পরিবার বাঁচলেই হলো ।বাকীরা সব মরার আগেই জাহান্নামে থাকার প্র্যাকটিস করে নিচ্ছে। বাংলাদেশ – ভারতের অঙ্গরাজ্য আর ভারতের দালাল ভারতের রাজ্যসরকার আওয়ামী খুনি চোর ডাকাত ধর্ষকদের বানানো একটি জাহান্নাম। এই জাহান্নামে আরামে আছে শুধুমাত্র আওয়ামী পরিবার আর তাদের পদলেহকেরা।
শামীম সিকদার, পয়ত্রিশ বছর বয়সি একজন ব্যাটারী চালিত রিকশাচালক তার দেহে আগুন দিয়ে আত্মহত্যার চেস্টা করেছে। এই রিকশা ছিল তার জীবিকার্জনের এক মাত্র অবলম্বন।
https://www.youtube.com/watch?v=pEV92rLVv9w
ব্যাটারী কেড়ে নিলে বত্রিশ বছরের আব্দুর রাজ্জাক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। আব্দুর রাজ্জাক ছিলেন পঙ্গু সেজন্য ব্যাটারী চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সহজ ছিল তার জন্য।
ভারতের অংগরাজ্যে ভারতের রাজ্যসরকার আওয়ামীলীগের খুনী চোর ডাকাত আর ধর্ষকের সাথে আছে খুনী পুলিশ ও র্যাব বাহিনী বাংলাদেশের জনগনের জীবন দুর্বিসহ জাহান্নাম করে তোলার জন্য প্রতিদিন নতুন নতুন ফন্দী আটছে। ঘুষের লেনদেন দুর্নীতি, মিথ্যা মামলাতে জমির মালিকদের জেলে পুড়ে তাদের জমি দখল, দেশে ফিরে আসা প্রবাসীদের গুম, ব্যাংকের পূজি লুট করে বিদেশে বাড়ী গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স এই নিয়ে ভারতের অঙ্গরাজ্য বাংলাদেশ নামের জাহান্নাম এখন গুলজার।
https://www.youtube.com/watch?v=0BUdrLZIKlk
F*ckin’ remarkable things here. I am very glad to see your post. Thanks a lot and i am looking forward to contact you. Will you please drop me a e-mail?
Hi! I know this is somewhat off topic but I was wondering which blog platform are you using for this website? I’m getting tired of WordPress because I’ve had problems with hackers and I’m looking at alternatives for another platform. I would be fantastic if you could point me in the direction of a good platform.
I am glad to be a visitor of this consummate blog! , thanks for this rare information! .
When I originally commented I clicked the -Notify me when new comments are added- checkbox and now each time a comment is added I get four emails with the same comment. Is there any way you can remove me from that service? Thanks!