প্রতারণা শব্দটি আমি বহুবার ব্যবহার করেছি। আমি সব সময়ই বাংলাদেশের দুইজন বিশিষ্ট প্রতারক সম্পর্কে লিখি। অথচ সাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে অসংখ্য প্রতারক।
এই তো সেদিন একজন অবসরপ্রাপ্ত মেজরকে ক্রসফায়ার দেওয়া হলো। তার সাথে যারা ছিল তাঁরা সবাই প্রতারণা করলো। কেউ করেছে সুপরিকল্পিতভাবে কেউ করেছে উপায়হীনভাবে। আমি আজ আমার সাথে হয়ে যাওয়া প্রতারণার সব ঘটনা নিয়ে লেখা ওয়েবসাইটগুলো পড়লাম। নীচে লিঙ্ক দিচ্ছি। https://bookkeepingnexus.com/Fraud_Anwar_Parvez/FraudBangladesh.html
যাদের সাথে প্রতারণা হয় তাদের ভেতর অনেক প্রশ্ন জাগে। আজ আমি আমাকে প্রশ্ন করলামঃ আমি কেন মানুষকে বিশ্বাস করি?
উল্লেখিত প্রতারকদের যদি আমি বিশ্বাস না করতাম তাহলে প্রতারিত হতাম না। দুইবার প্রতারিত হবার পরেও আমি মানুষকে বিশ্বাস করি। এর কারণ কি? এর কারন হলো আমি নিজে একজন বিশাসযোগ্য মানুষ। আমি সবাইকে নিজের মত ভাবি। আমার এই ভাবনা ঠিক নয়। কারণ ? কারণ টাকার জন্য আমি কখনো বাইরের অপরিচিত কারু কাছে হাত পাতিনি। বাইরে কেন বহু বছর হয়ে গেছে টাকার জন্য আমি পরিবারের কারু কাছেই হাত পাতিনি। আমি খুব কম রোজগার করেছি কিন্তু কাজ অব্যহত রেখেছি। কাজ চলে গেছে আমি খুঁজেছি এবং কাজ করতে থেকেছি। কখনো ভাবিনি আমি টাকার জন্য একজন মানুষের কাছে হাত পাতবো তারপর সেই টাকা তাকে ফেরত দেবোনা। কল্পনাই করা যায়না। আমি যেহেতু এই ধরণের কাজ করার কথা কল্পনাও করতে পারিনা ঠিক তেমনি যখন কেউ টাকার জন্য আমার কাছে হাত পাতে আমি এটা ভাবিনা যে এই লোক টাকা ফেরত দিবেনা। আমি ভাবি – এই লোকের টাকার দরকার। বাংলাদেশে এমন অনেক প্রতারক আছে। ফেসবুক হবার পরে প্রতারণার পাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এবং কাজটা সহজ হয়ে গেছে। প্রতারক তো খারাপ আর প্রতারকের চাইতে অনেক নিকৃষ্ট তারা যারা জেনে শুনে প্রতারকের সাথে শুধু থাকেই না প্রতারকদের ডিফেন্ড করে এবং উৎসাহিত করে ।কেন করে ? কারণ নিজেদের সাথে প্রতারণা হয়নি সেজন্য। নিজেদের ক্ষতি হয়নি সেজন্য।
যারা প্রতারকদের সাথে থাকে, যারা প্রতারকদের ডিফেন্ড করে তারা সব চাইতে বড় ক্রিমিনাল।
বাংলাদেশের প্রতিটি অপরাধ সংঘটিত হচ্ছে দেশে আইন আদালত থাকলেও বিচার ব্যবস্থা বলে কিছু নেই সেজন্য। আইন নেই। আইনশৃঙ্খলা রক্ষা করার কেউ নেই তবে পুলিশ র্যাব ম্যাজিস্ট্রেট, বিচারপতি সব আছে । ওরা সবাই অপরাধী সেজন্য দেশের সকল অপরাধিরা মুক্ত । আর নিরীহেরা হয় জেলে নয় ঘরে বাইরে সমাজের বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে নিপীড়িত, নির্যাতিত, প্রতারিত, নিগৃহীত, অপমানিত, লাঞ্ছিত, অর্ধ্মৃত বা মৃত।
আয়শা মেহের
সম্পাদিকা
প্রবাসনিউজ২৪
টরেন্টো, কানাডা