https://bookkeepingnexus.com/Fraud_Anwar_Parvez/FraudBangladesh.html
খুনী, চোর, ডাকাত, ধর্ষক,দুরর্নীতিবাজেদের মান সন্মান কচু পাতায় জল টোকা দিলেই ঝরে যায় আর ফুঁ দিলেই উবে যায় রোদে জ্বলে বাস্প হয়ে যায়। সেজন্য এত ভয়। সেজন্য চোরকে চোর বলা যাবেনা। আওয়ামীলীগের যে যেখানে আছে অতীতে এরা সবাই ফকীর ছিল। আওয়ামীলীগের সম্পদ মানেই অন্যের থিকা দখল করা সম্পদ । আওয়ামীলীগের টাকা মানেই চুরি করা টাকা, চান্দাবাজী, ব্ল্যাক্মেইল, লুট করা টাকা। মান সন্মান যার নাই তার মান্ সন্মান যায় কেমনে ?
আওয়ামীলীগের কোন চোরকে চোর বলা যাবেনা। বল্লেই চাকুরী থাকবেনা।
আওয়ামীলীগের কদর্য ভয়াবহ সন্ত্রাসী অতীত আর বর্তমান। জেল জুলুম মামলা চুরি ডাকাতি ধর্ষন সব কিছু সবাইকে ঢেকে রাখতে হবে সন্মানের মোড়কে। এরা হাজার বছরের শ্রেষ্ট অপরাধী সন্মানীয় সেজন্য।
শেখ মুজিব, শেখ হাসিনা এবং শেখদের চোদ্দগুষ্টি এবং আওয়ামীলীগের সব নেতাকর্মীরা হলো ইশ্বর । এই ইশ্বরের বিরুদ্ধে কিছু বল্লেই আর রক্ষা নাই । শেখ মুজিবের আগরতলা গমণ সফল। ভারত প্রতিশ্রুতি রেখেছে। বাংলাদেশে মুজিব আওয়ামী ইশ্বর প্রতিষ্টিত হয়েছে। ইশ্বর সম্পর্কে কটুক্তি করার ফলে অনেকেই জেলে আছেন। এমনিতে তো বাংলাদেশের মানুষের ভবিষ্যত মুজিব হাসিনা আওয়ামী ইশ্বরের হাতে। রাস্তার ফকীর থেকে শুরু করে সকল শ্রেনীর পেশাজীবি মানুষের ইশ্বর হলো মুজিব হাসিনা আওয়ামীলীগ। ইশ্বরদের কটূক্তিকারীদের জন্য একটি বিশেষ জেলখানা করা উচিৎ সেখানে ওরা থাকবে যারা মুজিব হাসিনা আওয়ামী ইশ্বরের সম্পর্কে কটূক্তি করবে।