দায়িত্বজ্ঞানহীন বক্তব্য করোনা ভাইরাসের চাইতে কম ভয়ঙ্কর নয় । বন্দুকের নলের মুখে ভারতের শক্তিতে শক্তিশালী খুনী দেশদ্রোহী চোর ডাকাত ধর্ষকেরা যেহেতু তথাকথিত লেনদুপ দর্জী বাংলাদশ সরকার তাই তারা দিনরাত হারামের টাকা দিয়ে খায়দায় আর ফালতু কথা বলে জনগণকে বিভ্রান্ত করে ।
সব দেশেই সর্বকালেই বিদেশী প্রভুরা তাদের স্থানীয় প্রতিনিধি সেবাদাস হিসাবে অপরাধীদের বেছে নেয়। অপরাধীরা অপরাধ কর্ম শুরু করেছিল তাদের আখের গোছাবার স্বার্থে। কে বাচলো কে মরলো সেটা এদের দেখার বিষয় না । এদের দেখার বিষয় হলো সকল অপরাধীকে নিয়ে একটি রাজনৈতিক দলের তাবুর নীচে ক্ষমতাই থেকে লুটপাট করা ।
মন্ত্রী মিনিস্টারের ছেলেমেয়েরা সব পাচারকৃত টাকা দিয়া বিদেশে বাড়ীগাড়ি হাকিয়ে আরামে জুয়া মদ মাগী নিয়ে দিব্যি আনন্দে দিন কাটাচ্ছিল এই করোনা ভাইরাস এসে করলো বিপত্তি । ইউরোপ এবং আমেরিকার বেশীরভাগ দেশেই এখন করোনা দাঁড়িয়ে আছে যমদূতের মত তাই দেশ ধবংস করা শেষে বিদেশে পালিয়ে যেয়ে আরামে থাকার সেই আজীবনের আরাম আয়েসের পথ এখন বন্ধ। মন্ত্রী মিনিস্টারদের বউ ছেলেমেয়ে চোদ্দগুষ্টি আখের গুছিয়ে দেশ থেকে লুটপাট করে বিদেশের যেসব দেশে আছে সেখানে শত শত মানুষ এখন করোনা ভাইরাসে আক্রান্ত।
সেজন্য দেশে বসে ভারতের দালালে্রা আলতুফালতু বকছে। করোনা দেশপ্রেমিক বা দেশদ্রোহি চিনেনা । চিনেনা হাজার বছরের শ্রেষ্ট দেশদ্রোহী। যে বাতাসে করোনা বহে সেই বাতাসে মিশে মিশে দূর থেকে দূরান্তরে করোনা ঢুকে যায় শ্বাসপ্রশ্বাসে ।
তবে আল্লাহ্ সুবহানাতাল্লাহ অপরাধীদের দীর্ঘজীবি করেন। সুযোগ এবং সময় দেন তাদের অপরাধের প্রায়শ্চিত্ত করার । কিন্তু অপরাধীরা অপরাধ করতেই থাকে। তারা ভাবে তাদের প্রভুদের দেওয়া অস্ত্র ও ক্ষমতা যার শক্তিতে তারা দেশের সম্পদ লুটপাট করে সেই ক্ষমতা আর অন্যের চোষা রক্তই তাদের দীর্ঘজীবি করে রেখেছে ।
বাংলাদেশ যেহেতু ঘনজনবসতিপূর্ণ ছোট একটি বদ্বীপ সেজন্য দ্রুত ভাইরাস ছড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তবে আশার বিষয় হলো উষ্ণতা যত বৃদ্ধি পাবে ভাইরাস তত নিস্ক্রিয় হবে। তবে যারা বৃদ্ধ তাদের ইমিউন সিস্টেম দুর্বল থাকে অর্থাত রোগ প্রতিরোধ ক্ষমতা থাকেনা ফলে এই ভাইরাস সহজেই তাদের ধরশায়ী করে দেয়।
জন্মিলে মরিতে হবে। অমর কে ? কোথা ? কবে?
বাংলাদেশ যেহেতু ভারতের অংগরাজ্য এবং দেশদ্রোহী ভারতের দালালেরা যেহেতু বাংলাদেশের রাজ্যসরকার তাই বাংলাদেশে সবাই মাথায় কাফন বেধে জন্ম নেয় । আজ করোনা কাল পুলিশ র্যাব বিজিবি বিএসএফ ছাত্রলীগ যুবলীগ পথে ইয়াবাশক্ত যুবকে্র হাতেরঅস্ত্র লাঠি ট্রাক ট্রেন বাস চালক বা লোভী স্বামী এইসব যেকোন খুনীর হাতে যেকোন বাংলাদেশীর যেকোন সময় মৃত্যু হয়েছে , হবে, হতে পারে।
বাংলাদেশে মৃত্যূ স্বাভাবিক। বেঁচে থাকা কঠিন এবং অস্বাভাবিক যদি আপনি একজন অপরধী না হন।
আয়শা মেহের
সম্পাদিকা
প্রবাসনিজ২৪
টরেন্টো, কানাডা
Having read this I thought it was very informative. I appreciate you taking the time and effort to put this article together. I once again find myself spending way to much time both reading and commenting. But so what, it was still worth it!