https://bookkeepingnexus.com/Fraud_Anwar_Parvez/FraudBangladesh.html
শিক্ষকতা পেশাকে
কলঙ্কিত করলেন আব্দুলাহ আবু সাইয়িদ । একজন তোষামোদকারী চাটুকার ভারতের দালালদের ভাঁড়
হিসাবে আমি আপনাকে ছোটবেলা থেকেই ঘৃণা করি। শ্রমিকদের অসন্মান করার কারণে আজ জাতী আপনাকে
ঘৃণা করছে। আব্দুলাহ আবু সাইয়িদ একজন জাতীয় ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছে। আপনাদের মত
কলঙ্কিত তোযামোদকারী চাটিকার ভারতের দালালদের ভাঁড়েরা শিক্ষা ব্যবস্থাতে আছে বলেই শ্রমিকেরা
শিক্ষাঙ্গনে প্রবেশ না করে শ্রমিক হিসাবে মধ্যপ্রাচ্যে চলে গেছে। সেজন্য ওরা অন্তত
মানুষ আছে। আব্দুলাহ আবু সাইয়িদের মত যদি ওরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্টাগুলোতে সময়,
অর্থ ও শক্তি ব্যয় করতো তাহলে উনার মতই কলঙ্কিত জঘন্য হীনমন্যতায় ভোগা অসভ্য বর্বরে
পরিনত হতো। আমি সাধুবাদ জানায় সেইসব শ্রমিকদের যারা সেদিন প্লেনে ইমিগ্রেশন ফর্ম ভরতে
পারেননি। আপনারা যদি জানতেন কিভাবে ফরম পূরণ করতে হয় তাহলে জাতী একজন অসভ্য বর্বর আব্দুল্লাহ
আবু সাইয়িদ সম্পর্কে অজ্ঞ থেকে যেতো।
পথের ঝাড়ুদার থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সব পেশাই গুরুত্বপূর্ন এবং
সমাজে এইসব পেশার উপযোগীতা আছে বলেই এই পেশা টিকে আছে। অসভ্য বর্বর আবদুল্লাহ আবু সাইয়িদ
জানেইনা যে তার মত কলঙ্কিত বর্বরেরা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্টানগুলোতে বৃষ্টা ছড়িয়ে
রেখেছে বলেই শ্রমিকেরা লেখাপড়া না শিখে মধ্যপ্রাচ্যে যেয়ে শ্রমিকের কাজ করে অর্থউপার্জন
করে দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে যাতে অসভ্য বর্বর আবু সাইয়িদেরা বিদেশী গাড়ী আমদানী
করতে পারে আর শ্রমিকদের অসন্মান করে কথা বলতে পারে।
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্টানগুলোতে যারা শিক্ষকতা করে বা করতেন তাদের একজন অসভ্য বর্বর
আবদুল্লাহ আবু সায়িইদ। এই রকম বহু অসভ্য বর্বরের দ্বারা পরিচালিত হচ্ছে বাংলাদেশের
শিক্ষা প্রতিষ্টানগুলো। সেজন্যই ঢাবীর সামনে মেয়েদের শ্লীলতাহানী করা হয় আর জাবিতে
ধর্ষনের সেঞ্চুরি করা হয়। বুয়েটপাশ ইঞ্জিয়ারেরা সব বাঁশ দিয়া বিল্ডিং তৈরি করে আর মেডিকেল
থেকে পাশ করা ডাক্তারেরা মৃতকে জীবিত হিসাবে হাসপাতালে রেখে দিয়ে দিনের পর দিন টাকা
আদায় করে। মায়ের পেট কেটে সন্তান হত্যা করে তাকে গার্বেজে ফেলে দিয়ে বলে পেটে বাচ্চা
ছিলনা। সেই দেশের বর্বর অসভ্য জংলি আবদুল্লাহ আবু সাইয়িদ সেদিন প্লেনে করে যাচ্ছিলেন
যখন কিছু শ্রমিক তাকে তাদের ইমিগ্রেশন ফরম পূরন করে দেবার জন্য অনুরোধ জানালে তিনি
শ্রমিকদের অসন্মান করে ভিডিও ক্যামেরার সামনে তার রসালো বক্তব্য ধারন করে সামাজিক যোগাযোগ
মাধ্যমে গর্বের সাথে বিলি করেন।
ভিডিওটি এখানে দেওয়া হলো। এই হচ্ছে প্রাক্তন শিক্ষক যিনি দেশের শ্রমজীবি মানুষদের অসন্মান
করছেন। এই অসভ্য বর্বরের কাছে কি শিখবে ব্যঙ্গ বিদ্রুপ ধর্ষন খুন লুট অগ্নিসংযোগ চুরি
এবং ডাকাতি