দেশপ্রেমিক বনাম দেশদ্রোহী

https://bookkeepingnexus.com/Fraud_Anwar_Parvez/FraudBangladesh.html

বাংলাদেশের মানুষ কাকে বেছে নেবে – দেশদ্রোহী না দেশপ্রেমিক?
বাংলাদেশে যুগ যুগ ধরে দেশপ্রেমিক নিধন চলছে। এটা সর্বজন জ্ঞাত অথচ উপেক্ষিত। নানাজনে নানা নামে এই হত্যাকান্ডগুলোকে ধামাচাপা দেবার চেষ্টা করেছে।

তথাকথিত ত্রিশ লাখ শহীদ আর লাখো মাবোনের ইজ্বতের বিনিময়ে
প্রাপ্ত অদৃশ্য স্বাধীনতা এবং দৃশ্যমান পতাকা একখানা পেয়েই
সমগ্র জাতী বাকী কাম কাম ফেলে আছন্ন হয়ে গেল ঘুমে

দেশদ্রোহী বেছে নিলো
বারে বারে নানা মোড়কে নানা বর্ণে নানা ধর্মে নানা রকমের এজেন্ডা নিয়ে সেই একই দালালেরা এসে হাজির হলে বাংলাদেশের মানুষেরা পলাশীর গল্পে মেতে ভুলে গেল আসলে মিরজাফর আর সিরাজ উদ দৌল্লা কেউই বাঙ্গালী ছিলনা আর ওরা দুইজনেই ইংরেজের বন্ধু ছিল। আওয়ামীলীগ আর বিএনপির মত । আওয়ামীলীগ আর বিএনপি দুই দলই ভারতের দালাল।

ইংরেজেরা মিরজাফরকে বেছে নিয়েছিল
ভারত বেছে নিয়েছে আওয়ামীলীগকে।
ভারত আওয়ামীলীগকে বেছে নিয়েছে সেইদিন থেকে যেদিন পূর্ব পাকিস্তান থেকে মুজিব আগরতলা গেছিল ভারতের সাথে দালালী চুক্তি করতে।

বাংলাদেশের ইতিহাসের মত বিকৃত হলো পলাশীর যুদ্ধের ইতিহাস। সত্য কিছু নেই। ইতিহাসবিদের মনের মাধুরী মিশিয়ে লেখা সেই আজাইরা গল্প এখন মোবাইল টেপা প্রজন্ম যার যার পছন্দমত কেটেছেটে নিয়ে করে ফ্যালে শূন্যস্থান পূরণ।

ক্রমশ

আয়শা মেহের
সম্পাদিকা
প্রবাসনিউজ২৪
টরেন্টো, কানাডা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *