১৯৪৭ সাল থেকে ২০১৮ – অন্যের সম্পদ লুন্ঠনের নতুন পদ্ধতি
১৯৪৭ সালে ইংরেজরা পাকভারত উপমহাদেশ ত্যাগ করার আগেই বিভাজন ও শাসনের মন্ত্র বুকে গেঁথে দিয়ে স্থানীয় এলিটদের হাতে ক্ষমতা দিয়ে দেশ ত্যাগ করে । সাম্প্রদায়িক দাঙ্গাতে হতাহত হয় কোটি কোটি মানুষ ভিটে ছেড়ে চলে যায় অন্য দেশে আর সেইসব ভিটেমাটি দখল করে নেয় স্থানীয় লুটেরা । উপমহাদেশের সব দেশেই এই কাজ চলতে থাকে। পূর্ব বাংলা, পাকিস্তান, ভারত সব খানেই লুট দখল অগ্নীসংযোগ হত্যা ও ধর্ষন চলে । আজও চলছে। বাংলাদেশে এই মুহুর্তে গ্রেফতার ও মামলা করে পরিবার ধ্বংস করে দিয়ে মানুষের সম্পদ দখলের মৌসুম চলছে।
এই ফাঁদের স্টেপগুলো নিম্নরুপঃ
প্রথমে আপনার ফেসবুক আইডি হ্যাক করা হবে
সেই আইডিতে সরকার বিরোধী কুরুচিপূর্ন ছবি ও মন্তব্য পোষ্ট করা হবে
তারপর সেটা পুলিশের কাছে রিপোর্ট করে
তথ্য ও প্রযুক্তি মামলা আইনে আপনাকে গ্রেফতার করানো হবে
তারপর আপনি ও আপনার পরিবারকে ধবংস করে আপনার সম্পত্তি দখল করে নেওয়া হবে। সহযোগীতার জন্য পুলিশও শেয়ার পাচ্ছে।
এইভাবেই তথ্য ও প্রযুক্তি আইনে বিভিন্ন মানুষের বিরুদ্ধে ভুয়া মামলা করে তাদেরকে গ্রেফতার করে জেলে আটকে রেখে তাদের সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে। এমন একটি ফেসবুক আইডির খবর পেলাম আজ ।
কিছুদিন আগে রুবেলের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। হ্যাকাররা আইডিতে সরকার বিরোধী বাজে পোষ্ট দিয়েছে তারপর তথ্য ও প্রযুক্তি আইনে ভুয়া মামলা দিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়েছে।
এখন তার সংসার ভেঙ্গে যাবে। তার ব্যবসা ও ভিটে বাড়ী দখল করে নেওয়া হবে। এবং তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে হয় জেল না হয় হত্যা করা হবে। এইভাবে বাংলাদেশের বহু পরিবারকে ধবংস করে তাদের সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে।
এই মুহুর্তে যারা এই লেখাটি পড়ছেন অনুগ্রহ করে এই আইডিতে ক্লিক করুন এবং ফেসবুকে এই আইডিটি রিপোর্ট করে আইডিটি বন্ধ করে দিন। এইভাবে বিভিন্ন ফাঁদ পেতে আপনাকে ধ্বংস করে আপনার সম্পত্তি দখল করে নেবার জন্য করা হয়েছে তথ্য ও প্রযুক্তি আইন।
বিরোধীদলের সদস্যদের বিরুদ্ধে বা নির্দলীয় ব্যক্তিবর্গ যারা আওয়ামীলীগ সরকারের বিরোধীতা করেছে তাদের বিরুদ্ধে যেমন তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে ঠিক তেমনি সাধারণ মানুষের উপরেও এই মামলা হচ্ছে তাদের সম্পদ দখল করার উদ্দেশ্যে।
রুবেল তার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হারিয়েছে বহু আগে। এখন এই প্রফাইলটি যারা ব্যবহার করছে তারাই এই প্রফাইলে শেখ হাসিনা ও বেনজীরের কুরুচিপূর্ন ছবি লাগিয়েছে এবং ফাঁদ পেতেছে। এইটা দেখিয়েই এই রুবেলের নামে তথ্য ও প্রযুক্তি মামলা করা হয়েছে।
সবাই সাবধান হয়ে যান। যার যার আইডিতে পাসওয়ার্ড বদল করুন মোবাইলের মাধ্যমে। বন্ধু তালিকাতে কোন আওয়ামীলীগের সদস্য রাখবেন না। সমাজেও আওয়ামীলীগের বা পুলিশ বা র্যাব পরিবারের কারু সাথে মেলামেশা করবেন না। যেকোন সময় এরা আপনাকে নানা রকমের ফাঁদে ফেলে আপনাকে ও আপনার পরিবারকে ধবংস করে আপনার সম্পত্তি দখল করে নিতে পারে।
অনুগ্রহ করে নীচের লিঙ্কে ক্লিক করে ফেসবুকে সরাসরি রিপোর্ট করুন যাতে এই আইডিটি বন্ধ হয়ে যায়।
https://www.facebook.com/rubel.munshi.587
ফেসবুকে রিপোর্ট করার নিয়মঃ
নীচের লিঙ্কে ক্লিক করুনঃ
তারপর মেসেঞ্জারে ক্লিক করুন তারপর নীচের লেখাটি কপি এন্ড পেস্ট করে সেন্ড করুন।
https://www.facebook.com/rubel.munshi.587
মন্তব্যের জাগাতে নীচের অংশটুকু কপি করে লাগিয়ে দিন
The above link was hacked and the hacker posted images against the government and called police on the person who lost this ID. Police arrested him and sued under section 57 of the Information and Communication Technology Act. Rubel is now under police custody without committing any crime or posting anything against Bangladesh Government.
ধন্যবাদ।
আয়শা মেহের
সম্পাদিকা
প্রবাসনিউজ২৪
টরেন্টো, কানাডা