জিয়া থেকে খালেদা তারপর – বীর মুক্তিযোদ্ধা কর্ণেল শরিফুল হক ডালিম

৪৯তম পর্ব

দেশে ফিরলাম

ফিরে এলাম দেশে। সুদীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে নিজেকে পুনরায় পুনর্বাসিত করার চেষ্টার সাথে সাথে দেশের চলমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে থাকলাম। সম্মানের সাথে সাধারণভাবে বেঁচে থাকার আর্থিক সঙ্গতি অর্জনের জন্য কারো দ্বারস্থ না হয়ে স্বাধীনভাবে কিছু একটা করার সিদ্ধান্ত নিলাম। শুভাকাঙ্ক্ষীদের অনেকেই যথাসম্ভব সাহায্য-সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন।
আমার একমাত্র শ্যালক বাপ্পি বছর খানেক আগেই গুলশান দুই নম্বরে আমার একটা প্লটে ‘সোনা ঝরা’ নামে একটি মাল্টি স্টোরিড ফ্ল্যাট বানানোর কাজ শুরু করেছিলো। আমি তার সাথেই যোগ দিলাম। উদ্দেশ্য ছিলো যতো তাড়াতাড়ি সম্ভব প্রজেক্টটা শেষ করে ৮টি ফ্ল্যাটের ৬টি ভাড়া দিয়ে সংসারের খরচ মেটাবো আর ২টা ফ্ল্যাটকে একত্রিত করে একটা ডুপ্লেক্স বানিয়ে সেখানে সপরিবারে নিজে থাকবো।

প্লটটির অবস্থান ছিল বিশেষ পছন্দের। পেছনে লেক আর সামনে গুলশানের সর্ববৃহৎ আজাদ মসজিদ।
ইচ্ছে ছিলো ধানমণ্ডির পৈতৃক বাড়িটাকে একটি ট্রাস্টের অধীনে পরিণত করবো বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গবেষণাগারে, সাথে থাকবে একটা পাঠাগার। আমার নিজের কালেকশনে বিভিন্ন বিষয়ের উপর দুর্লভ প্রায় ৩০০০-এরও বেশি বই ছিলো। তার সাথে যোগ করা হবে পারিবারিক সূত্রে সংগ্রহীত পুরনো আরও প্রায় ১০০০ বই। সেই আশা অপূর্ণই রয়ে গেলো আজঅব্দি প্রতিকূল অবস্থার পরিপ্রেক্ষিতে! রাব্বুল আলামিনের কাছে আমার সেই সময়কার পরিকল্পনা সঠিক বিবেচিত হয়নি তাই শুকরিয়ার সাথেই তার সিদ্ধান্ত মেনে নিয়েছি।

দেশের মাটিতে পা দিয়েই আঁচ করতে পেরেছিলাম ঝড়ের পূর্বাভাস। দেখলাম রাজনৈতিক আকাশের ঈশানকোণে জমে উঠেছে কালো মেঘ।
ক্রমান্বয়ে খালেদার সরকার দুর্বল হয়ে পড়ছে। একই মাত্রায় খালেদা জিয়ার ব্যক্তিগত জনপ্রিয়তায় ধস এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যোগ্যতা ও স্বচ্ছতার ব্যাপারে প্রশ্ন দেখা দিয়েছে।হতাশাগ্রস্ত দেশবাসী!

আওয়ামী জোট, জামায়াত এবং জাতীয় পার্টির মূল দুইটি ইস্যু ছাড়াও সরকারের শীর্ষ পর্যায়ের নেতা-নেত্রী এবং জিয়া পরিবারের দুর্নীতি, রাষ্ট্রীয় প্রশাসন এবং বিচার বিভাগে অবাধ দলীয়করণ, যুবদল-ছাত্রদলের লাগামহীন হারমাদি, চাঁদাবাজি ও বিরোধী দলসমূহের উপর আইন-শৃঙ্খলা বাহিনীর নির্যাতন সরকার বিরোধী আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে তুলছে।
এরই মধ্যে ম খা আলমগীরের নেতৃত্বে সরকারি আমলা এবং পেশাজীবীদের নিয়ে গঠিত ‘জনতার মঞ্চ’ সরকার বিরোধী আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি করায় টালমাটাল হয়ে পড়েছে খালেদা সরকারের প্রশাসন।
‘জিয়ার ভাঙ্গা স্যুটকেস আর ছেঁড়া গেঞ্জির’ প্রচারণা লজ্জাকর তামাশায় রূপান্তরিত হয়ে গেছে ইতিমধ্যেই তারই পরিবারের সদস্যদের এবং প্রতিষ্ঠিত দলের নেতা-নেত্রীদের দুর্নীতি ও অপকর্মকাণ্ডের ফলে।

দলীয় কোন্দল এবং ‘হাওয়া ভবনের’ দোর্দণ্ডপ্রতাপ এবং একচোখা পক্ষপাতিত্বের কারণে তৃণমূল পর্যায়ের কর্মীরা ক্ষোভে এবং হতাশায় নিষ্ক্রিয় হয়ে পড়ছে। গণবিচ্ছিন্ন হয়ে পড়ছেন মন্ত্রীরা নির্বাচনী ওয়াদা পূরণে ব্যর্থ হয়ে।
জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী নিশ্চুপ সংখ্যাগরিষ্ঠ জনগণ যাদের ভোটে বিএনপি-জামায়াতের চারদলীয় জোট নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে সক্ষম হয়েছিলো তাদের বৃহদংশই মুখ ফিরিয়ে নিয়েছে খালেদা জিয়ার জোটের তরফ থেকে ক্ষমতাসীনদের ব্যক্তি, পরিবার, গোষ্ঠী এবং দলীয় স্বার্থে অস্বচ্ছ রাষ্ট্রপরিচালনা এবং শাসন ব্যবস্থা পরিচালিত হওয়ার কারণে।
তাদের সব প্রত্যাশাই ধূলিসাৎ হয়ে গেছে শাসকগোষ্ঠীর লোভ লালসা এবং অপশাসনের যাঁতাকলে।
বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের জীবন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ক্রমবর্ধমান মূল্য পেশাদার চাকুরিজীবী এবং মেহনতি মানুষের ক্রয়সীমার বাইরে চলে যাওয়ায় তারা দিশেহারা।
এই অবস্থায়, আগামী নির্বাচনে খালেদার জোট ক্ষমতায় ফিরে আসতে পারবে না, সেটা ছিলো নিশ্চিত ভবিতব্য। হয়েছিলও তাই।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সবকিছুই ঘটছিলও খালেদার নাকের নিচেই, কিন্তু ঝড়ের পূর্বাভাস আঁচ করতে ব্যর্থ হচ্ছিলেন খালেদা জিয়া! পরিবার পরিজন ও চাটুকারদের বলয়ে তখন ক্ষমতা উপভোগ করে চলেছিলেন তিনি নির্বোধ উটপাখির মতো অন্ধ সেজে।

সূচীপত্র  [প্রতিটি পর্বে্র নীচে ক্লিক করলেই সেই পর্বটি পাঠ করতে পারবেন]

১ম পর্ব   “জিয়া থেকে খালেদা তারপর” – লেখকের কথা

২য় পর্ব  শ্রদ্ধেয় মওলানা ভাসানীর সাথে শেষ সাক্ষাত

৩য় পর্ব দ্বিজাতি তত্ত্ব

৪র্থ পর্ব –  কিছু বিভ্রান্তি এবং অপপ্রচারের জবাব

৫ম পর্ব – সত্য কহন

৬ষ্ঠ পর্ব – ব্যাংককে আমরা

৭ম পর্ব – বঙ্গভবনে কি হচ্ছিল রাত ১২ টায়!

৮ম পর্ব – বন্দীত্ব থেকে মুক্ত করা হলো জেনারেল জিয়াকে

৯বম পর্ব – “সংঘর্ষের পথে জিয়া”

১০ম পর্ব – খন্দকার মোশতাকের বিশেষ দূত হিসেবে এলেন সাদ্রে ইস্পাহানী

১১তম পর্ব – শিশু ভাই এলেন ব্যাংককে

১২তম পর্ব  – নিজেদের আলোচনা

১৩তম পর্ব  ১ম কিস্তি   – রাষ্ট্রীয় অতিথি হয়ে লিবিয়ার পথে

১৩তম পর্ব – ২য় কিস্তি- রাষ্ট্রীয় অতিথি হয়ে লিবিয়ার পথে

১৪তম পর্ব –  বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জমির এলেন সস্ত্রীক

১৫তম পর্ব – এভিএম তোয়াব আসছেন

১৬তম পর্ব  –  শিশুভাইকে বেনগাজীতে আসার অনুরোধ

১৭তম পর্ব  –  ১ম কিস্তি – জিয়ার ডাকে ঢাকার পথে

১৭তম পর্ব – ২য় কিস্তি

১৭তম পর্ব –  ৩য় কিস্তি

১৭তম পর্ব –  শেষ কিস্তি

১৮তম পর্ব –  বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস

১৯তম পর্ব –  জেনারেল মনজুরের সাথে বৈঠক

২০তম পর্ব – লন্ডন হয়ে ফিরলাম বেনগাজীতে

২১তম পর্ব – ঢাকা হোয়ে পিকিং-এর উদ্দেশ্যে যাত্রা

২২তম পর্ব – বাংলাদেশে নীতি বিবর্জিত কুটুম্বিতার রাজনীতির রূপ

২৩তম পর্ব –  জিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে

২৪তম পর্ব –  রাষ্ট্রপতি হিসাবে জিয়ার গণচীনে দ্বিতীয় সফর

২৫তম পর্ব  –  আব্বার উপস্থিতিতে প্রথম রাতে জেনারেল জিয়ার সাথে আমার বৈঠক

২৬তম পর্ব – দ্বিতীয় বৈঠক

২৭তম পর্ব – জিয়ার নিযুক্ত সেনাপ্রধান জেনারেল এরশাদের চীন সফর

২৮তম পর্ব – চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে আসার পর রাষ্ট্রপতি জিয়ার প্রতিক্রিয়া

২৯তম পর্ব  –  চীন থেকে লন্ডনে নির্বাসন কালে

৩০তম পর্ব  –  জেনারেল মঞ্জুরের ব্যর্থ অভ্যুত্থান, জেনারেল এরশাদের ক্ষমতা দখল

৩১তম পর্ব  – নিউইয়র্কের পথে জেনারেল এরশাদের সাথে লন্ডনে সাক্ষাৎ

৩২তম পর্ব – খালেদা জিয়া হলেন বিএনপির চেয়ার পার্সন

৩৩তম পর্ব – জেনারেল এরশাদের প্ররোচনায় রশিদ-ফারুক বানালো ফ্রিডম পার্টি

৩৪তম পর্ব – ১ম কিস্তি – এরশাদ বিরোধী আন্দোলনের ক্রান্তিকালে খালেদা জিয়ার পাশে সেনা পরিষদ

৩৪তম পর্ব – এরশাদ বিরোধী আন্দোলনের ক্রান্তিকালে খালেদা জিয়ার পাশে সেনা পরিষদ

৩৪তম পর্ব – এরশাদ বিরোধী আন্দোলনের ক্রান্তিকালে খালেদা জিয়ার পাশে সেনা পরিষদ-শেষ কিস্তি

৩৫তম পর্ব – ১৯৯১-এর নির্বাচনে খালেদা জিয়ার বিজয়ে সেনা পরিষদের অবদান – ১ম কিস্তি

৩৬তম পর্ব – ১৯৯১-এর নির্বাচনে খালেদা জিয়ার বিজয়ে সেনা পরিষদের অবদান  – শেষ কিস্তি পেশাওয়ারের পথে

৩৭তম পর্ব – ফিরে এলাম নাইরোবিতে

৩৮তম পর্ব – নব নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ডাকে ঢাকার পথে যাত্রা 

৩৯তম পর্ব – ঢাকায় পৌঁছালাম

৪০তম পর্ব –  ১ম কিস্তি – প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে খালেদা জিয়ার সরকারের পাশে সেনা পরিষদ

৪০তম পর্ব – প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে খালেদা জিয়ার সরকারের পাশে সেনা পরিষদ – ২য় কিস্তি

৪০তম পর্ব – প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে খালেদা জিয়ার সরকারের পাশে সেনা পরিষদ- শেষ কিস্তি

৪১তম পর্ব – রুহানী জগতের আর এক সূফি সাধকের সান্নিধ্যে

৪২তম পর্ব – আমাকে আবার খালেদা জিয়ার জরুরী তলব

৪৩তম পর্ব – ব্যাংকক ট্রানজিট লাউঞ্জে

৪৪তম পর্ব – হংকং হয়ে বেইজিং – ১ম কিস্তি

৪৪তম পর্ব –  হংকং হয়ে বেইজিং – শেষ কিস্তি

৪৫তম পর্ব – হংকং হয়ে ফিরলাম ঢাকায়

৪৬তম পর্ব – গোপনে আমেরিকা সফর

৪৭তম পর্ব – আবার ঢাকায়

৪৮তম পর্ব – নাইরোবিতে প্রত্যাবর্তন

৪৯তম পর্ব – দেশে ফিরলাম

৫০তম পর্ব – নিরুদ্দেশে যাত্রা

৫১তম পর্ব – ২৮শে জানুয়ারি ২০১০ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নৃশংস হত্যাযজ্ঞ

৫২তম পর্ব – দেশের সূর্যসন্তান বীরদের ফাঁসিতে বিএনপি এবং জামায়াতের
প্রতিক্রিয়া

৫২তম পর্ব -দেশের সূর্যসন্তান বীরদের ফাঁসিতে বিএনপি এবং জামায়েতের
প্রতিক্রিয়া  –  শেষ কিস্তি

৫৩তম পর্ব – বিশ্বায়নের মোজেজা, রাষ্ট্র ও ধর্ম – ১ম কিস্তি

৫৩তম পর্ব – বিশ্বায়নের মোজেজা, রাষ্ট্র ও ধর্ম – শেষ কিস্তি

৫৪ তম পর্ব – শেষকথা

৫ thoughts on “জিয়া থেকে খালেদা তারপর – বীর মুক্তিযোদ্ধা কর্ণেল শরিফুল হক ডালিম

  1. What i don’t realize is in reality how you are now not actually a lot more smartly-liked than you may be right now. You’re very intelligent. You know therefore significantly in the case of this matter, made me in my opinion believe it from numerous varied angles. Its like men and women aren’t fascinated except it is one thing to accomplish with Girl gaga! Your individual stuffs great. At all times maintain it up!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.