জিয়া থেকে খালেদা তারপর – বীর মুক্তিযোদ্ধা কর্ণেল শরিফুল হক ডালিম

৩৭তম পর্ব

ফিরে এলাম নাইরোবিতে

নাইরোবিতে আমরা ফিরে এসেছি। এখন নির্বাচনের অপেক্ষায় দিন গুণে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই। মাঝে একদিন সেনাসদর থেকে খবর পেলাম এরশাদের অনেক সাঙ্গপাঙ্গকে সেনাবাহিনী থেকে বের করে দেয়া হয়েছে। অনেককেই দুর্নীতির মামলায় জেলেপুরা হয়েছে। জেনারেল এরশাদের বিশ্বস্ত DGFI জেনারেল আশরাফ এবং DG NSI ব্রিগেডিয়ার নাসেরকে আর্মি থেকে বহিষ্কার করা হয়েছে তাদের বিভিন্ন গর্হিতকীর্তিকলাপের জন্য। জেনারেল এরশাদের সকল কুকর্মের শিরোমণি ছিল এই দুই অফিসার। আরও জানতে পারলাম বিচারপতি সাহাবুদ্দীন নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করার লক্ষে ভোটারদের নিরাপত্তার জন্য সেনা মোতায়নের সিদ্ধান্ত নিয়েছেন।প্রশাসনকে নির্দলীয় করণের জন্য আমলাতন্ত্রে রদবদল করা হচ্ছে। জাতিসঙ্ঘ সহ উন্নতবিশ্বের প্রায় সবদেশই পর্যবেক্ষক পাঠাতে রাজি হয়েছে।দেশে নির্বাচনী জোয়ারের সৃষ্টি হয়েছে। সর্ববিবেচনায় খালেদা জিয়াই জয়ী হয়ে পরবর্তী সরকার গঠন করবেন বলেই সব মহলের অভিমত। বিদেশেও বিভিন্ন দেশের ক্ষমতা বলয়ে খালেদা জিয়ার প্রতিই সহানুভূতি পরিলক্ষিত হচ্ছে।
সেই সময় রব্বানির এক পুরনো সহকর্মী জনাব সাইদউদ্দিন সিদ্দিকি, হাবিব ব্যাঙ্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢাকায় কান্ট্রিহেড হিসাবে পোস্টেড ছিলেন। তিনিই রব্বানিকে বলেছিলেন, ‘৯১ সালের নির্বাচনকালে বিদেশের বিভিন্ন একাউন্ট থেকে কোটি কোটি টাকা আসতো আর সেই টাকা উঠিয়ে নিতেন বেগম খালেদা জিয়া। একই ভাবে জামায়াতে ইসলামীসহ খালেদার নেতৃত্বাধীন জোটের শরিকদের জন্যও বিদেশ থেকে এসেছে হাবিব ব্যাঙ্কে মোটা অঙ্কের টাকা বিভিন্ন দেশ থেকে।
এই অর্থের সংকুলানের পর নির্বাচনী প্রচারণায় ভারতের মদদপুষ্ট আওয়ামীলীগ জোটের মোকাবেলা করা সম্ভব হয়ে ওঠে খালেদা জিয়ার জোটের পক্ষে।
জনসমর্থন ক্রমশ খালেদা জিয়ার জোটের প্রতি বাড়তে থাকে। যতই দিন এগুচ্ছে খালেদার জোটের বিজয় প্রায় নিশ্চিত হয়ে উঠছে। সব মহল থেকে তেমন আভাসই পাওয়া যাচ্ছে।
অবশেষে সব প্রতীক্ষার পর এল নির্বাচনের দিন।
সকাল থেকে আমি ও রব্বানি আল্লাহ্‌র নাম নিয়ে পরদিন রাত পর্যন্ত খাতা-কলম হাতে টেলিফোনের মাধ্যমে ভোটিং প্যাটার্ন এবং সেই হিসাবে সিটের হিসাব-নিকাশ করতে থাকলাম।
বাংলাদেশের ইতিহাসে এটাই ছিলসবচেয়ে ফ্রি আর ফেয়ার ইলেকশন। অনেক সিটের ব্যবধানে বিজয়ী হল বিএনপি জোট। নির্বাচনের অফিসিয়াল ফলাফল ঘোষিত হলে বিএনপি জোট সরকার গঠন করবে সেটাই বাস্তব সত্যে পরিণত হল।
এই বিজয়ে বিস্মিত হয়ে গেলো আওয়ামীলীগ জোট এবং ভারতের চাণক্যরা।
তাদের নিশ্চিত বিজয় বিএনপি জোট এভাবে ছিনিয়ে নিতে পারে সেটা তাদের জন্য ছিলো কল্পনাতীত। এই অপ্রত্যাশিত পরাজয় কিছুতেই মেনে নিতে পারছিলেন না আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনা। এরশাদের সমর্থনও ছিল সুনিশ্চিত। তারপরও ভরাডুবি হল কি করে আওয়ামীলীগের! সেটাই ভাবিয়ে তুলেছিল ভারতকে।
অফিসিয়াল রেজাল্ট বের হবার আগেই হাসিনা এক প্রেস কনফারেন্সে হাস্যকর অভিযোগ তুললেন নির্বাচনে ‘সূক্ষ্ম কারচুপি’ হয়েছে। কিন্তু তার অভিযোগ ধোপে টিকলো না। তখন প্রতিহিংসা পরায়ণ হাসিনা ঘোষণা দিলেন সরকারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেয়া হবে না। গণতান্ত্রিক মানসিকতার এক বিচিত্র বহিঃপ্রকাশ!
ফোন আসা শুরু হল বেইজিং, রিয়াদ, আবুধাবি, দুবাই, ত্রিপলি, কাতার, তেহরান এবং ইসলামাবাদ থেকে।
বন্ধুরা সবাই আমার বিচার-বিশ্লেষণের সত্যতা বাস্তবে প্রমাণিত হওয়ায় সানন্দেঅভিনন্দন জানালেন।
খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেই আমাকে ঢাকায় জরুরী ভিত্তিতে ডেকে পাঠালেন সপরিবারে। জবাবে বললাম
ঢাকায় আসার পথে বিভিন্ন দেশের বন্ধুবান্ধব যারা আন্তরিকভাবে সাহায্য সহযোগিতার জন্য কাজ করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আসতে চাই।
তিনি জবাবে বললেন
অবশ্যই। নিম্মিকে সাথেনিয়ে যাবার জন্য আবারও অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রব্বানিকে অনুরোধ করলাম আমার সাথে ঢাকা যাওয়ার জন্য। কিন্তু রব্বানি যুক্তি দিয়ে বুঝিয়ে দিলো ঠিক এই মুহূর্তে তাকে প্রকাশ্যে ঢাকায় নিয়ে যাওয়া ঠিক হবে না। পরে উপযুক্ত সময় ঢাকা যাবার বিষয়ে চিন্তা-ভাবনা করা যাবে। আমরা দু’জনই আমাদের সব প্রচেষ্টার সফলতায় তৃপ্ত এবং স্বস্তি বোধ করছিলাম। কিন্তু নিম্মি এই বিজয় সম্পর্কে একেবারেই ভাবলেশহীন।রব্বানি তার প্রতিক্রিয়া লক্ষ্য করে জিজ্ঞেস করলো
কি ব্যাপার নিম্মি, মনে হচ্ছে খালেদা জিয়ার বিজয়ে তুমি একেবারেই নির্বিকার! জবাবে নিম্মি তার পূর্ব অবস্থানে অনড় থেকে বললো
আমি এখনো একই কথা বলবো।
নিম্মির অভিব্যক্তিতে আমরা দু’জনই কিছুটা বিস্মিত ও বিমর্ষ হলাম। স্বল্পভাষিণী নিম্মির অতীতের সব কথাই সত্য বলে প্রমাণিত হয়েছে, বিশেষ করে মানুষ চেনার ক্ষেত্রে। তাই তার সাথে বিতর্কে যাবার Moral courage আমাদের ছিলো না।

সূচীপত্র  [প্রতিটি পর্বে্র নীচে ক্লিক করলেই সেই পর্বটি পাঠ করতে পারবেন]

১ম পর্ব   “জিয়া থেকে খালেদা তারপর” – লেখকের কথা

২য় পর্ব  শ্রদ্ধেয় মওলানা ভাসানীর সাথে শেষ সাক্ষাত

৩য় পর্ব দ্বিজাতি তত্ত্ব

৪র্থ পর্ব –  কিছু বিভ্রান্তি এবং অপপ্রচারের জবাব

৫ম পর্ব – সত্য কহন

৬ষ্ঠ পর্ব – ব্যাংককে আমরা

৭ম পর্ব – বঙ্গভবনে কি হচ্ছিল রাত ১২ টায়!

৮ম পর্ব – বন্দীত্ব থেকে মুক্ত করা হলো জেনারেল জিয়াকে

৯বম পর্ব – “সংঘর্ষের পথে জিয়া”

১০ম পর্ব – খন্দকার মোশতাকের বিশেষ দূত হিসেবে এলেন সাদ্রে ইস্পাহানী

১১তম পর্ব – শিশু ভাই এলেন ব্যাংককে

১২তম পর্ব  – নিজেদের আলোচনা

১৩তম পর্ব  ১ম কিস্তি   – রাষ্ট্রীয় অতিথি হয়ে লিবিয়ার পথে

১৩তম পর্ব – ২য় কিস্তি- রাষ্ট্রীয় অতিথি হয়ে লিবিয়ার পথে

১৪তম পর্ব –  বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জমির এলেন সস্ত্রীক

১৫তম পর্ব – এভিএম তোয়াব আসছেন

১৬তম পর্ব  –  শিশুভাইকে বেনগাজীতে আসার অনুরোধ

১৭তম পর্ব  –  ১ম কিস্তি – জিয়ার ডাকে ঢাকার পথে

১৭তম পর্ব – ২য় কিস্তি

১৭তম পর্ব –  ৩য় কিস্তি

১৭তম পর্ব –  শেষ কিস্তি

১৮তম পর্ব –  বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস

১৯তম পর্ব –  জেনারেল মনজুরের সাথে বৈঠক

২০তম পর্ব – লন্ডন হয়ে ফিরলাম বেনগাজীতে

২১তম পর্ব – ঢাকা হোয়ে পিকিং-এর উদ্দেশ্যে যাত্রা

২২তম পর্ব – বাংলাদেশে নীতি বিবর্জিত কুটুম্বিতার রাজনীতির রূপ

২৩তম পর্ব –  জিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে

২৪তম পর্ব –  রাষ্ট্রপতি হিসাবে জিয়ার গণচীনে দ্বিতীয় সফর

২৫তম পর্ব  –  আব্বার উপস্থিতিতে প্রথম রাতে জেনারেল জিয়ার সাথে আমার বৈঠক

২৬তম পর্ব – দ্বিতীয় বৈঠক

২৭তম পর্ব – জিয়ার নিযুক্ত সেনাপ্রধান জেনারেল এরশাদের চীন সফর

২৮তম পর্ব – চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে আসার পর রাষ্ট্রপতি জিয়ার প্রতিক্রিয়া

২৯তম পর্ব  –  চীন থেকে লন্ডনে নির্বাসন কালে

৩০তম পর্ব  –  জেনারেল মঞ্জুরের ব্যর্থ অভ্যুত্থান, জেনারেল এরশাদের ক্ষমতা দখল

৩১তম পর্ব  – নিউইয়র্কের পথে জেনারেল এরশাদের সাথে লন্ডনে সাক্ষাৎ

৩২তম পর্ব – খালেদা জিয়া হলেন বিএনপির চেয়ার পার্সন

৩৩তম পর্ব – জেনারেল এরশাদের প্ররোচনায় রশিদ-ফারুক বানালো ফ্রিডম পার্টি

৩৪তম পর্ব – ১ম কিস্তি – এরশাদ বিরোধী আন্দোলনের ক্রান্তিকালে খালেদা জিয়ার পাশে সেনা পরিষদ

৩৪তম পর্ব – এরশাদ বিরোধী আন্দোলনের ক্রান্তিকালে খালেদা জিয়ার পাশে সেনা পরিষদ

৩৪তম পর্ব – এরশাদ বিরোধী আন্দোলনের ক্রান্তিকালে খালেদা জিয়ার পাশে সেনা পরিষদ-শেষ কিস্তি

৩৫তম পর্ব – ১৯৯১-এর নির্বাচনে খালেদা জিয়ার বিজয়ে সেনা পরিষদের অবদান – ১ম কিস্তি

৩৬তম পর্ব – ১৯৯১-এর নির্বাচনে খালেদা জিয়ার বিজয়ে সেনা পরিষদের অবদান  – শেষ কিস্তি পেশাওয়ারের পথে

৩৭তম পর্ব – ফিরে এলাম নাইরোবিতে

৩৮তম পর্ব – নব নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ডাকে ঢাকার পথে যাত্রা 

৩৯তম পর্ব – ঢাকায় পৌঁছালাম

৪০তম পর্ব –  ১ম কিস্তি – প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে খালেদা জিয়ার সরকারের পাশে সেনা পরিষদ

৪০তম পর্ব – প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে খালেদা জিয়ার সরকারের পাশে সেনা পরিষদ – ২য় কিস্তি

৪০তম পর্ব – প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে খালেদা জিয়ার সরকারের পাশে সেনা পরিষদ- শেষ কিস্তি

৪১তম পর্ব – রুহানী জগতের আর এক সূফি সাধকের সান্নিধ্যে

৪২তম পর্ব – আমাকে আবার খালেদা জিয়ার জরুরী তলব

৪৩তম পর্ব – ব্যাংকক ট্রানজিট লাউঞ্জে

৪৪তম পর্ব – হংকং হয়ে বেইজিং – ১ম কিস্তি

৪৪তম পর্ব –  হংকং হয়ে বেইজিং – শেষ কিস্তি

৪৫তম পর্ব – হংকং হয়ে ফিরলাম ঢাকায়

৪৬তম পর্ব – গোপনে আমেরিকা সফর

৪৭তম পর্ব – আবার ঢাকায়

৪৮তম পর্ব – নাইরোবিতে প্রত্যাবর্তন

৪৯তম পর্ব – দেশে ফিরলাম

৫০তম পর্ব – নিরুদ্দেশে যাত্রা

৫১তম পর্ব – ২৮শে জানুয়ারি ২০১০ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নৃশংস হত্যাযজ্ঞ

৫২তম পর্ব – দেশের সূর্যসন্তান বীরদের ফাঁসিতে বিএনপি এবং জামায়াতের
প্রতিক্রিয়া

৫২তম পর্ব -দেশের সূর্যসন্তান বীরদের ফাঁসিতে বিএনপি এবং জামায়েতের
প্রতিক্রিয়া  –  শেষ কিস্তি

৫৩তম পর্ব – বিশ্বায়নের মোজেজা, রাষ্ট্র ও ধর্ম – ১ম কিস্তি

৫৩তম পর্ব – বিশ্বায়নের মোজেজা, রাষ্ট্র ও ধর্ম – শেষ কিস্তি

৫৪ তম পর্ব – শেষকথা

 

 

৫ thoughts on “জিয়া থেকে খালেদা তারপর – বীর মুক্তিযোদ্ধা কর্ণেল শরিফুল হক ডালিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *