জিয়া থেকে খালেদা তারপর – বীর মুক্তিযোদ্ধা কর্ণেল শরিফুল হক ডালিম

৩১তম পর্ব

নিউইয়র্কের পথে জেনারেল এরশাদের সাথে লন্ডনে সাক্ষাৎ

ক্ষমতা দখলের কিছুদিন পর রাষ্ট্রপতি জেনারেল এরশাদ নিউইয়র্ক এ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের পথে লন্ডনে যাত্রা বিরতিকালে আমার সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। হাই কমিশনারকে নির্দেশ দেয়া হয় সব ব্যবস্থা পাকাপাকি করে রাখার জন্য। তিনিই ঠিক করলেন, যে দিন প্রেসিডেন্টলন্ডনপৌঁছাবেন তার পরদিন সকালে হিলটনে তার স্যুইটেই প্রাতঃরাশে আমাকে যেতে হবে। কারণ, মিটিং-এর পরই তাকে রওনা হতে হবে নিউইয়র্কের উদ্দেশে।

নির্ধারিত দিনের দিবাগত রাতে প্রেসিডেন্ট এসে পৌঁছালেন লন্ডনে। পরদিন হাই কমিশনার সকালে গাড়ী পাঠিয়ে দিলেন। পৌঁছালাম তার হোটেল স্যুইটে। ঢুকেই দেখি পায়জামা-পাঞ্জাবী পড়ে জায়নামাজে বসে তসবিহ হাতে ওজিফায় তন্ময় জেনারেল এরশাদ। সামনেই রাখা মাঝারি আকারের একটা কোরআন শরিফ। আমার রুমে প্রবেশের শব্দে উঠে দাঁড়িয়ে তসবিহ হাতেই এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে উষ্ণ সম্বর্ধনা জানালেন।এখানেই নাস্তা করতে করতে আমরা আলাপ কোরব বলেই ADC-কে যথাযথ নির্দেশ দিয়ে তিনি আমাকে নিয়ে বসলেন। বললেন
চীন সফরকালে তুমি যা বলেছিলে সেটাই সত্যে পরিণত হল আল্লাহ্‌র অসীম করুণায়। মঞ্জুরের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশ পরিচালনার দায় আমার উপরই এসে পড়ল!
স্যার, পড়লনা বলে আপনার বলা উচিৎছিল দায়-দায়িত্ব আপনাকেই নিতে হল।
তুমি হয়তো বা ঠিকই বলছো!তবে ক্ষমতার লোভে নয়, দেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে এ ছাড়া আর কোনও উপায় ছিল না। যাক, বলো কেমন আছ তোমরা সবাই?
আল্লাহ্‌র অসীম কৃপায় বেঁচে আছি।
জিয়া দেশটাকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছিলো। শুধু তাই নয়, তিনি তোমাদের উপরও অত্যন্ত অবিচার করেছেন। আমি দেশে ফিরেই এর প্রতিকার করবো ইন শা আল্লাহ্‌। তোমাদের সবাইকে চাকুরিতে পুনর্বহাল করবো বিগত দুই বছরের প্রাপ্য সব বেনিফিটস সহ।
স্যার, এই সংবাদটা জানাবার জন্যই কি আপনি আমাকে নাস্তা খাওয়ার নিমন্ত্রণ জানিয়ে সাতসকালে ডেকে পাঠিয়েছেন?
ঠিক তা নয়। তোমাদের চাকুরিতে পুনর্বহাল করাটা আমার নৈতিক দায়িত্ব, সেটা জানানোর জন্য তোমাকে ডেকে পাঠাইনি আমি। অতীতে তুমি আমাকে যেভাবে সাহায্য কোরেছ তার পটভূমিতে আগামীতেও আমার রাজনীতিকে এগিয়ে নেয়ার জন্য তোমাদের অভিজ্ঞতা থেকে আমাকে একই ভাবে সাহায্য সহযোগিতা করবে সেই প্রত্যাশাটাই তোমাকে ডেকে পাঠানোর মুখ্য উদ্দেশ্য।
স্যার, আমরা সবাই ব্যক্তিগত সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে। দেশ ও জাতীয় বৃহত্তর স্বার্থে নিজেদের উৎসর্গকরে দিয়েছি মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্তের সাথে সাথেই। আমরা যেখানে যেই অবস্থাতেই থাকি না কেনোও আমাদের বাঁচার প্রেরণা মাত্র একটাই।
‘৭১-এর চেতনা ভিত্তিক সংখ্যাগরিষ্ঠ জনগণের স্বপ্নের বাস্তবায়ন। জিয়ার মতোই আপনি বাঙ্গালীহয়েওদেশও মাটির সাথে তেমনভাবে পরিচিত নন। তাই, অতি সহজ ভাবেই বলা চলে জিয়ার পদাঙ্ক অনুসরণ করে রাজনীতি করা ছাড়া আপনার অন্য কোনও উপায় নেই। জিয়ার উপরে আপনার একটাই প্লাস পয়েন্ট রয়েছে। জেনারেল জিয়া বুঝেই হউক আর না বুঝেই হউক সামরিক বাহিনীতে যে বিভাজন নীতি অবলম্বন করে চলেছিলেন সেটা আপনার অনুসরণ করার প্রয়োজন আর নেই। মনজুরের হঠকারিতার সুযোগে মুক্তিযোদ্ধা-অমুক্তিযোদ্ধা দ্বন্দ্বটিরপরিসমাপ্তি ঘটেছে। নীতি-আদর্শ ভিত্তিক রাজনীতিতে যে সমস্ত সেনা সদস্যরা বিশ্বাস কোরত তাদের শিকড় উপড়ে ফেলে দিয়েছিলেন প্রয়াত জেনারেল জিয়া।
তাই বর্তমান সেনাবাহিনীকে অতি অল্প সময়ের মধ্যেই একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে আপনার পক্ষে কষ্টকর হবে না। সুশৃঙ্খল অধীনস্থ সেনাবাহিনী আপনার জন্য হবে স্বস্তিকর। এ বিষয় আমাদের তেমন কিছু করণীয় নেই। রাজনীতির ক্ষেত্রেও আমাদের একসাথে কাজ করাটা কোনও পক্ষের জন্যই সম্ভব কিংবা লাভজনক হবে না। তবে দেশও জাতীয় স্বার্থে কোনও ক্রান্তিলগ্নে যদি কিছু করার থাকে সেটা অবশ্যই আমরা বিবেচনা কোরব,তাতে যদি আপনি ব্যক্তিগত ভাবে লাভবান হন তার প্রতিদানে আপনার কাছ থেকে আমরা কিছুই চাইবো না।
এবার আপনার দোষ-গুণ সম্পর্কে কিছু বলবো যেহেতুআপনি অস্ত্রের মুখে একজন নির্বাচিত রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন।এই অবস্থায় আপনাকে ব্যক্তিগত চারিত্র সম্পর্কে সতর্ক হতে হবে। চারিত্রিক দুর্বলতাগুলো পরিত্যাগ করতে পারলে ঐ দায়ভারটা কিছুটা কমতে পারে। আপনার সাথে আমাদের সম্পর্ক বজায় রাখাটাও সহজ হবে ভবিষ্যতে। তাছাড়া রাষ্ট্রপতি হিসেবে চারিত্রিক ভাবে জনগণ আপনাকে সর্বদাই জেনারেল জিয়ার সাথেই তুলনা করবে। এবার রাজনীতি সম্পর্কে কয়েকটি কথা, স্যার।
অবশ্যই।
রাজনৈতিক কোনও ফায়দার জন্য ধর্মীয় ব্যবসায়ীদের সাথে গাঁটছড়া বাঁধবেন না, এরা শুধু ইসলামের শত্রুই নয়, দেশ ও জাতীয় শত্রুও বটে। সঠিক ইসলামিক মূল্যবোধ এবং জাতীয়তাবাদী চেতনাই হওয়া উচিৎ আপনার আগামী দিনের রাজনীতির প্রেরণা এবং চালিকা শক্তি কিন্তু এইভাবে রাজনীতি আপনার পক্ষে আদও সম্ভব হবে কিনা সেটা আপনাকেই ভাবতে হবে। আমার পক্ষে ধারনা করা ঠিক হবে না। তবে অভিজ্ঞতা থেকে একটা দ্রুব সত্য কথা আমি বলবোই সেটা আপনার কাছে গ্রহণীয় না হলেও।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা, প্রগতি, অর্থনৈতিক সঙ্গতির প্রতি হুমকি হয়ে থাকবে প্রতিবেশি ভারত।স্বনির্ভর দেশ হিসাবে গড়ে ওঠার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ভারত। যতদিন ভারতীয় ইউনিয়ন খণ্ডিত না হয়, ততদিন ভারত চাইবে না এই অঞ্চলের ছোট ছোট স্বাধীন দেশগুলো স্বনির্ভরতার উপর ভিত্তি করে সমৃদ্ধির পথে এগিয়ে যাক। কারণ,তাতে ভারতীয় ইউনিয়নের খণ্ডিতকরণ ত্বরান্বিত হবে। এটাও প্রমাণিত হবে, চলমান বিভিন্ন জাতির জাতীয় মুক্তিসংগ্রামেরমাধ্যমে স্বাধীনতা অর্জন করতে পারলে তারাও নিজেদের প্রগতিশীলএবং সমৃদ্ধশালী জাতি এবং রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষমহবে না। আগ্রাসী ভারতের হুমকির মোকাবেলায় ভারসাম্যতার প্রয়োজনেই আমাদের পররাষ্ট্রনীতির মূল হতে হবে গণচীন কেন্দ্রিক, এই কথাটা আপনি ইতিমধ্যেই চৈনিক নেতৃবৃন্দকে বলে এসেছেন। তাই নয় কি স্যার?
আমার কথায় জেনারেল এরশাদ বুঝতে পারলেন গণচীনে তার গোপন বৈঠকে আলোচিত বিষয়বস্তু সম্পর্কে আমি অবগত।
আমার বিশ্বাস একটি টার্ম আপনি আওয়ামী লীগের সহযোগিতায় ক্ষমতা উপভোগ করতে পারবেন। তারপর আপনাকে হাসিনার পেটিকোটের নিচে বসিয়ে ভারত হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে। এর আগেই সম্ভব হলে প্রত্যক্ষ রাজনীতি থেকে আপনার অবসর নেয়ার সিদ্ধান্তই বুদ্ধিমানের কাজ হবে। হাসিনার পেটিকোটের নিচে বসে ভারতের সেবাদাস হয়ে কাজ করে নিজেকে জাতীয় বেঈমান হিসেবে প্রতিষ্ঠিত করাটা সঠিক হবে বলে আমি মনে করিনা। ইতিহাসের কষ্টিপাথরে তো একদিন আপনাকেও যাচাই করা হবে।

এ ভাবেই শেষ হয়েছিলো প্রাতঃরাশ বৈঠক। দেশে ফিরে প্রেসিডেন্ট এরশাদ তার কথামতো আমাদের সবাইকে আবার চাকুরিতে পুনর্নিয়োগ প্রদান করেন এবং আবার আমরা কূটনীতিক হিসেবে বিদেশে বিভিন্ন বাংলাদেশ দূতাবাসে যোগদান করি।

সূচীপত্র  [প্রতিটি পর্বে্র নীচে ক্লিক করলেই সেই পর্বটি পাঠ করতে পারবেন]

১ম পর্ব   “জিয়া থেকে খালেদা তারপর” – লেখকের কথা

২য় পর্ব  শ্রদ্ধেয় মওলানা ভাসানীর সাথে শেষ সাক্ষাত

৩য় পর্ব দ্বিজাতি তত্ত্ব

৪র্থ পর্ব –  কিছু বিভ্রান্তি এবং অপপ্রচারের জবাব

৫ম পর্ব – সত্য কহন

৬ষ্ঠ পর্ব – ব্যাংককে আমরা

৭ম পর্ব – বঙ্গভবনে কি হচ্ছিল রাত ১২ টায়!

৮ম পর্ব – বন্দীত্ব থেকে মুক্ত করা হলো জেনারেল জিয়াকে

৯বম পর্ব – “সংঘর্ষের পথে জিয়া”

১০ম পর্ব – খন্দকার মোশতাকের বিশেষ দূত হিসেবে এলেন সাদ্রে ইস্পাহানী

১১তম পর্ব – শিশু ভাই এলেন ব্যাংককে

১২তম পর্ব  – নিজেদের আলোচনা

১৩তম পর্ব  ১ম কিস্তি   – রাষ্ট্রীয় অতিথি হয়ে লিবিয়ার পথে

১৩তম পর্ব – ২য় কিস্তি- রাষ্ট্রীয় অতিথি হয়ে লিবিয়ার পথে

১৪তম পর্ব –  বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জমির এলেন সস্ত্রীক

১৫তম পর্ব – এভিএম তোয়াব আসছেন

১৬তম পর্ব  –  শিশুভাইকে বেনগাজীতে আসার অনুরোধ

১৭তম পর্ব  –  ১ম কিস্তি – জিয়ার ডাকে ঢাকার পথে

১৭তম পর্ব – ২য় কিস্তি

১৭তম পর্ব –  ৩য় কিস্তি

১৭তম পর্ব –  শেষ কিস্তি

১৮তম পর্ব –  বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস

১৯তম পর্ব –  জেনারেল মনজুরের সাথে বৈঠক

২০তম পর্ব – লন্ডন হয়ে ফিরলাম বেনগাজীতে

২১তম পর্ব – ঢাকা হোয়ে পিকিং-এর উদ্দেশ্যে যাত্রা

২২তম পর্ব – বাংলাদেশে নীতি বিবর্জিত কুটুম্বিতার রাজনীতির রূপ

২৩তম পর্ব –  জিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে

২৪তম পর্ব –  রাষ্ট্রপতি হিসাবে জিয়ার গণচীনে দ্বিতীয় সফর

২৫তম পর্ব  –  আব্বার উপস্থিতিতে প্রথম রাতে জেনারেল জিয়ার সাথে আমার বৈঠক

২৬তম পর্ব – দ্বিতীয় বৈঠক

২৭তম পর্ব – জিয়ার নিযুক্ত সেনাপ্রধান জেনারেল এরশাদের চীন সফর

২৮তম পর্ব – চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে আসার পর রাষ্ট্রপতি জিয়ার প্রতিক্রিয়া

২৯তম পর্ব  –  চীন থেকে লন্ডনে নির্বাসন কালে

৩০তম পর্ব  –  জেনারেল মঞ্জুরের ব্যর্থ অভ্যুত্থান, জেনারেল এরশাদের ক্ষমতা দখল

৩১তম পর্ব  – নিউইয়র্কের পথে জেনারেল এরশাদের সাথে লন্ডনে সাক্ষাৎ

৩২তম পর্ব – খালেদা জিয়া হলেন বিএনপির চেয়ার পার্সন

৩৩তম পর্ব – জেনারেল এরশাদের প্ররোচনায় রশিদ-ফারুক বানালো ফ্রিডম পার্টি

৩৪তম পর্ব – ১ম কিস্তি – এরশাদ বিরোধী আন্দোলনের ক্রান্তিকালে খালেদা জিয়ার পাশে সেনা পরিষদ

৩৪তম পর্ব – এরশাদ বিরোধী আন্দোলনের ক্রান্তিকালে খালেদা জিয়ার পাশে সেনা পরিষদ

৩৪তম পর্ব – এরশাদ বিরোধী আন্দোলনের ক্রান্তিকালে খালেদা জিয়ার পাশে সেনা পরিষদ-শেষ কিস্তি

৩৫তম পর্ব – ১৯৯১-এর নির্বাচনে খালেদা জিয়ার বিজয়ে সেনা পরিষদের অবদান – ১ম কিস্তি

৩৬তম পর্ব – ১৯৯১-এর নির্বাচনে খালেদা জিয়ার বিজয়ে সেনা পরিষদের অবদান  – শেষ কিস্তি পেশাওয়ারের পথে

৩৭তম পর্ব – ফিরে এলাম নাইরোবিতে

৩৮তম পর্ব – নব নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ডাকে ঢাকার পথে যাত্রা 

৩৯তম পর্ব – ঢাকায় পৌঁছালাম

৪০তম পর্ব –  ১ম কিস্তি – প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে খালেদা জিয়ার সরকারের পাশে সেনা পরিষদ

৪০তম পর্ব – প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে খালেদা জিয়ার সরকারের পাশে সেনা পরিষদ – ২য় কিস্তি

৪০তম পর্ব – প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে খালেদা জিয়ার সরকারের পাশে সেনা পরিষদ- শেষ কিস্তি

৪১তম পর্ব – রুহানী জগতের আর এক সূফি সাধকের সান্নিধ্যে

৪২তম পর্ব – আমাকে আবার খালেদা জিয়ার জরুরী তলব

৪৩তম পর্ব – ব্যাংকক ট্রানজিট লাউঞ্জে

৪৪তম পর্ব – হংকং হয়ে বেইজিং – ১ম কিস্তি

৪৪তম পর্ব –  হংকং হয়ে বেইজিং – শেষ কিস্তি

৪৫তম পর্ব – হংকং হয়ে ফিরলাম ঢাকায়

৪৬তম পর্ব – গোপনে আমেরিকা সফর

৪৭তম পর্ব – আবার ঢাকায়

৪৮তম পর্ব – নাইরোবিতে প্রত্যাবর্তন

৪৯তম পর্ব – দেশে ফিরলাম

৫০তম পর্ব – নিরুদ্দেশে যাত্রা

৫১তম পর্ব – ২৮শে জানুয়ারি ২০১০ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নৃশংস হত্যাযজ্ঞ

৫২তম পর্ব – দেশের সূর্যসন্তান বীরদের ফাঁসিতে বিএনপি এবং জামায়াতের
প্রতিক্রিয়া

৫২তম পর্ব -দেশের সূর্যসন্তান বীরদের ফাঁসিতে বিএনপি এবং জামায়েতের
প্রতিক্রিয়া  –  শেষ কিস্তি

৫৩তম পর্ব – বিশ্বায়নের মোজেজা, রাষ্ট্র ও ধর্ম – ১ম কিস্তি

৫৩তম পর্ব – বিশ্বায়নের মোজেজা, রাষ্ট্র ও ধর্ম – শেষ কিস্তি

৫৪ তম পর্ব – শেষকথা

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *