জিয়া থেকে খালেদা তারপর – বীর মুক্তিযোদ্ধা শরিফুল হক ডালিম

১১তম পর্ব

শিশু ভাই এলেন ব্যাংককে

এর কয়েকদিন পর এসে পৌঁছলেন জেনারেল নুরুল ইসলাম শিশু, সবার প্রিয় শিশুভাই। তার সঙ্গে রয়েছেন তীক্ষ্ন মেধার অধিকারী পাকিস্তান আমলের ঝানু কূটনীতিক খাজা কায়সার, আমার আব্বার বন্ধু ও সহপাঠী। তার চৌকস দূতিয়ালির ফলেই আয়ুব খানের পক্ষে সম্ভব হয়েছিল ষাটের দশকে গণচীনে তৎকালীন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের গোপন সফরের ব্যবস্থা করা।

প্রথমে আমাদের খটকা লেগেছিল তাকে জেনারেল জিয়া কি চর হিসাবে শিশুভাই এর সাথে পাঠিয়েছে নাকি! না, তা নয় তিনি ফিরে যাচ্ছেন তার কর্মস্থল রেঙ্গুনে। পরদিন সকালেই তার ফ্লাইট। রাতের খাবার আমরা একসাথেই খেলাম। তিনি খেতে খেতে সবার কুশলাদি জেনে বললেন, আল্লাহ্ যা করবেন তাতেই মঙ্গল। খাওয়া শেষে বিদায় নেবার আগে তিনি আমাকে একান্তে নিয়ে পকেট থেকে একটা লেফাফা বের করে আমার হাতে দিয়ে বললেন,
শামসু মানে তোমার আব্বা এটা তোমার আর নিম্মির জন্য পাঠিয়েছেন। বাসার সবাই ভালোই আছে, তবে তোমাদের নিয়ে চিন্তিত। আমি রেঙ্গুন পৌঁছেই তোমাদের কুশলবার্তা উনাকে জানিয়ে দেবো।
পরদিন সকালে শিশুভাই তাকে এয়ারপোর্টে বিদায় জানিয়ে হোটেল শেরাটন ছেড়ে আমাদের এখানে শিফট করলেন।

অনেকদিন পর শিশুভাইকে কাছে পেয়ে সবাই খুশি। মেয়েরা কিছুটা অখুশি। তাদের অভিযোগ, টনি ভাবীকে কেন নিয়ে আসলেন না শিশু ভাই। শিশু ভাই বললেন, ভাবীও ভীষণভাবে আসতে চেয়েছিলেন কিন্তু অফিসিয়াল কাজে এসেছেন তাই সাথে করে আনা সম্ভব হয়নি। দুপুরের খাবার খেতে তাকে নিয়ে গেলাম ছোট্ট একটা বার্মিজ রেস্তোরাঁয়। পরিবারের সবাই মিলে হোটেলটা চালায়। সবাই ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলতে এবং বুঝতে পারে রক্তের সংমিশ্রণের ফলে। তাই আমাদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। আমাদের দেশী তরিকায় মাছ-ভাত রান্না করে খাওয়ায় পরম যত্ন করে। আমরা তাদের কাছে খদ্দের নই, যেন তাদের পরিবারেরই সদস্য। আমাদের শ্রদ্ধেয় অতিথির সাথে পরিচয় করিয়ে দিতেই সবাই তাকে সাদর অভ্যর্থনা জানালো। শিশুভাই বললেন
যেখানেই যাও জমিয়ে বসো দেখছি!
কি আর করি বলুন, আপনারা আমাদের আপনজন হয়েও ত্যাজ্য করে নির্বাসনে রেখেছেন। তাই এদেরকেই আপন করে নিয়েছি।
সবাই মিটিমিটি হাসছিল আমার কথার ধরনে। শাহরিয়ার তার স্বভাবসিদ্ধ কৌতুকের সাথে বললো
শিশুভাই, যেমন বুঝা যাচ্ছে, মনে হয় এখন থেকে বিদেশের সবখানেই আপনজন খুঁজে নিয়ে বেঁচে থাকতে হবে।
কেন তোমরা কি আর দেশে ফিরবে না সেই সিদ্ধান্তই নিয়েছ নাকি?
না তা নয়। তবে স্বেচ্ছায় দেশে ফেরার এখতিয়ার এখন আমাদের আছে কি?
শাহরিয়ারের কথায় শিশুভাই কিছুটা বিব্রত বোধ করছিলেন দেখে নূর কথার মোড় ঘুরিয়ে বললো
দেশি মাছ,ভাত আর ডাল আসুন, শুরু করা যাক।
সবাই খাবারে মন দিলাম। ভূরিভোজনের পর বার্মিজ পরিবারের সবাইকে ধন্যবাদ জানিয়ে হোটেলে ফিরে এলাম। মেয়েরা পান-সুপারি মশলা পরিবেশন করে কিছুক্ষণ খোশ আলাপের পর শিশুভাই-এর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলো। এরপর শুরু হলো আসল কথাবার্তা। আমিই শুরু করলাম
কি শিশুভাই, বলেছিলাম না আসার পথে রেঙ্গুনে তৈরি থাকবেন, ডাক পড়বে! তখন আপনি কিন্তু আমার কথাটা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে করেননি তাই না?
হ্যাঁ, কিন্তু বলো তো কি করে সবকিছু ঘটল?
এখনো বুঝে উঠতে পারলেন না এটা কি করে বিশ্বাস করি বলুনতো? আপনি এখন ক্ষমতাসীনদের একজন। যাক, এবার বলুন- আপনার সাথে আমাদের কথাবার্তা কি ভাবে করা হবে, আমাদের প্রিয় শিশুভাই হিসাবে নাকি জিয়ার প্রতিনিধি হিসাবে? এখন দেশে আপনার যেই পরিচিতিই হয়ে থাক আমরা কিন্তু আমাদের শিশুভাইকেই বেশি বিশ্বাসযোগ্য মনে করবো।
তাহলে আমিও খুশি হবো খোলাখুলি আলাপ করতে পেরে।
Great dear old Shishu Bhai! এবার বলেন আপনার বক্তব্য।
সেনাবাহিনীতে পূর্ণ শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছেন না জেনারেল জিয়া। তিনি এই ব্যাপারে তোমাদের সাহায্য চান।
নূরের প্রশ্ন
কেনও পারছেন না? সেনাবাহিনীতে তার জনপ্রিয়তা আর পেশাগত যোগ্যতার জন্যই নাকি প্রেসিডেন্ট মোশতাক ১৫ই আগস্ট পটপরিবর্তনের পর তাঁকে সেনা প্রধান বানাতে বাধ্য হয়েছিলেন। বিদেশের দূতাবাসগুলোতে ঘুরে ঘুরে সেটাই বেচে চলেছেন তিনি। সেটাই যদি সত্যি হয় তবে সমস্যাটা কোথায়? বিষয়টা ঠিক বুঝতে পারছি না শিশুভাই। তাই আর একটু খোলাসা করে বলুন, পাইপের তামাকে আগুন ধরাতে ধরাতে বলল স্বল্পভাষী নূর।
আমি জানি দেশের বাইরে থেকেও তোমরা দেশের পরিস্থিতি সম্পর্কে আমার চেয়ে বেশি না হলেও কম জানো না। তাই জিয়াকে জিজ্ঞেস করেছিলাম আপনি তাদের সাথে সরাসরি কথা না বলে আমাকে কেন পাঠাচ্ছেন? কিন্তু জিয়া আমার প্রশ্নের উত্তরে বললেন, তোমাকেই যেতে হবে। তাই কোনো গত্যন্তর না থাকায় আমাকে আসতেই হলো। আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, আমি জিয়ার পক্ষে ওকালতি করতে আসিনি। তিনি তোমাদের যা বলতে বলেছেন, আমি সেটাই বলবো। আর তোমরা জবাবে যা তাকে জানাতে বলবে আমি ঠিক সেটাই তাকে জানাবো। এ ছাড়া পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে যা কিছুই আমরা আলোচনা করি না কেন সেটা সীমিত থাকবে শুধু আমাদের মধ্যেই। এরপর নূরের কথার জবাবে শিশুভাই বললেন-
জিয়ার ধারণা তোমাদের অধীনস্থ ইউনিটগুলোর বিপ্লবী অফিসার এবং সৈনিকরা মনে করছে জিয়া আগস্ট বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করছেন।
কিছুক্ষণ পর পাশা বলা শুরু করল-
১৫ই আগস্টের পটপরিবর্তনের পর শফিউল্লাহকে পদচ্যুত করে কারা জিয়াকে চীফের পদে অধিষ্ঠিত করেছিলো প্রেসিডেন্ট মোশতাকের মাধ্যমে সেটা দেশবাসীর অজানা নয়। মোশতাক কি সেনা পরিষদের মনোনীত রাষ্ট্রপতি ছিলেন না? যেই বিপ্লবীরা নিজেদের জানবাজি রেখে ৭ই নভেম্বরের বিপ্লব ঘটিয়ে খালেদ-চক্রকে পরাস্ত করে জিয়াকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে চীফের পদে পুনঃপ্রতিষ্ঠিত করলো, যারা কর্নেল তাহেরের জিয়াকে হত্যা করার সব ষড়যন্ত্র বানচাল করে জিয়াকে বাঁচিয়ে রাখলো, যাদের জোরে কর্নেল তাহের এবং তার অধীনস্থ বিপ্লবী সৈনিক সংস্থার হঠকারি পদক্ষেপের পর তাদের শায়েস্তা করতে পারলেন, তারা সবাই সেনা পরিষদের সদস্য সেটা তিনি ভালো করে জেনেও কি করে রটাচ্ছেন যে, সেনা পরিষদের সাথে তার কোন সম্পর্কই নেই? যুদ্ধকালীন সময় তিনি স্বেচ্ছায় আমাদের নীতি-আদর্শে বিশ্বাসী হয়েই তো কোরআন শপথ নিয়ে আমাদের গোপন সংগঠনের একজন হয়েছিলেন। এরপরই আমরা তাকে আমাদের মধ্যমণি হিসাবে গ্রহণ করে আমাদের সাংগঠনিক তৎপরতা এগিয়ে নিয়ে চলেছিলাম, ফলে, স্বাধীনতার পর সেনাবাহিনীতে গড়ে তুলতে পেরেছিলাম গোপন সংগঠন সেনা পরিষদ। এতদিনের পুরনো সম্পর্কের পরও যদি কোনও অবিশ্বাস জন্মে থাকে তবে তার একটা যুক্তিসঙ্গত কারণ নিশ্চয়ই থাকবে সেটাই স্বাভাবিক কিনা বলেন?
খুবই স্বাভাবিক।
তাহলে কারণটা কি বলে মনে হয় আপনার?
তুমিই বলো?
ঠিক আছে আমিই বলছি। কারণটা হচ্ছে মুনাফিকাত মানে বিশ্বাসঘাতকতা।
নূর আবার মুখ খুললো
খন্দকার মোশতাক জিয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন সাংবিধানিক জটিলতার কারণ উত্থাপন করে যদিও আসল কারণটি ছিল ভিন্ন। অনুরোধ জানানোর পর মোশতাক জিয়াকে বলেন, তার হাতকে শক্ত করার প্রয়োজনে আমাদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য। জবাবে জিয়া তাকে কি বলেছিলেন জানেন? বলেছিলেন, এই বিষয় চিন্তাভাবনা করেই নাকি তিনি সিদ্ধান্ত নেবেন। তীক্ষ্নবুদ্ধির অধিকারী জনাব মোশতাক জবাব শুনেই বুঝতে পারেন বর্তমানের জিয়া আগের জিয়া নয়। এই জিয়া এক অন্য জিয়া। এটাই ছিল অনুরোধ প্রত্যাখ্যানের মূল কারণ। তার মনে জিয়া সম্পর্কে সন্দেহ দেখা দিয়েছিল। জেনারেল জিয়া আমাদের দেশে ফিরিয়ে আনবেন না তার নিজের উচ্চাভিলাষ চরিতার্থ করার স্বার্থেই।
কথাবার্তার ধরনে পরিবেশ গম্ভীর হয়ে উঠেছে। প্রয়োজনে চা, কফি, স্ন্যাক্স পরিবেশন করে যাচ্ছে ওয়েটার। আমি পরিবেশটা হাল্কা করার জন্য হেসে বললাম
এসব প্রশ্নের জবাব আপনার পক্ষে দেয়া সম্ভব নয় সেটা আমরা বুঝতে পারি। এখানে উপস্থিত সবাই সাবালক একমাত্র আপনিই নাবালক। আমার কথায় শিশুভাই সহ সবাই হেসে উঠলো। এবার বলেন নাবালক ভাই, যেখানে জিয়া আমাদের ঘটনাস্থলেই উপস্থিতি চাইছেন না সেখানে তিনি আমাদের সাহায্য চাইছেন। এই ধরনের অদ্ভুত অনুরোধের মোজেজাটা কি?
সেটা আমি জানিনা। আমি শুধু সেটাই তোমাদের বলব যা তিনি বলতে বলেছেন। জিয়া চাচ্ছেন তোমরা এই মুহূর্তে দেশে না ফেরো। তিনি মনে করছেন, এতে সামরিক বাহিনীতে আর একটি বিস্ফোরণ ঘটতে পারে। সেটা হবে দেশের জন্য মারাত্মক ভাবে ক্ষতিকর। প্রতিবেশী দেশ ভারত তো বাংলাদেশ ঘিরে প্রস্তুত হয়েই আছে ঢুকে পড়ার সুযোগের অপেক্ষায়। তোমাদের এই মুহূর্তে দেশে ফিরিয়ে নিলে শুরু হতে পারে একটি ক্ষমতার লড়াই, আর সেই সুযোগেই ভারত দখল করে নেবে বাংলাদেশ। তাই জিয়া চাচ্ছেন তোমরা আরও কিছুদিন দেশের বাইরে থাকো।
অবস্থা যখন স্থিতিশীল এবং স্বাভাবিক হয়ে উঠবে তখন জিয়া তোমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। ব্যাংককে তোমাদের অবস্থান নিরাপদ নয়, তাই একটি ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রের মধ্যস্থতায় তোমাদের লিবিয়ার কর্নেল গাদ্দাফি রাজকীয় মেহমান হিসাবে গ্রহণ করতে রাজি হয়েছেন। এখন তোমরা চাইলেই সব ব্যবস্থা হয়ে যাবে। এতক্ষণে জিয়ার দূত হিসাবে আসল বিষয় উত্থাপন করলেন শিশুভাই।
Let me be very candid, even now, I am least interested to serve in the army and I had spelled that out to Zia in no uncertain words. I had put up a condition before accepting the responsibility that he bestowed on me that the day immigration papers to States would be in my hand that very day he shall have to release me which he agreed.
May I on behalf of all present here take the liberty to ask you what assignment Zia had given you?
He asked me to help to organize his political party.
There you are, isn’t it a proof that Zia is up to a long haul?
Yes, you are correct.
Thanks, for your frank statement.
কথায় কথায় বেলা গড়িয়ে রাত হয়ে গিয়েছে। নিম্মিরা সবাই এসে জানালো রাতের খাবার পরিবেশিত হয়েছে। শুনে সবাই শিশুভাইকে নিয়ে পৌঁছলাম খাবার ঘরে। প্রিয় শিশুভাই- এর জন্য মেয়েরা আজ বিশেষ খাবারের আয়োজন করেছে।
খাবারের বহর দেখে শিশুভাই বললেন-
একি করেছো তোমরা!
প্রিয়জনকে আন্তরিক অভ্যর্থনা জানানোর ক্ষুদ্র প্রয়াস।
রান্নাবান্না ভালোই। তাই সবাই তৃপ্তির সাথেই খাওয়া শেষে ফিরে এলাম বসার রুমে আবার। পান সিগারেটের সাথে শুরু হলো দ্বিতীয় পর্ব রিল্যাক্সড পরিবেশে। আমি শুরু করলাম এবার।
শিশুভাই, আপনি আমাদের সবারই অতিপ্রিয়। মুক্তিযুদ্ধের সময় থেকেই আপনি চাকুরি ছেড়ে দেবার চেষ্টা করছিলেন। এখনও সেই সিদ্ধান্তে আপনি অটল বল্লেন, তবে বাস্তবতা হচ্ছে জিয়া আপনাকে ব্যবহার না করে রেহাই দেবেন না। ভবিষ্যতে ঘটনা প্রবাহ যেভাবেই এগোক না কেনো আপনাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেই হবে। আপনার উপর অর্পিত দায়িত্বের পরিপ্রেক্ষিতে কতগুলো কথা আমি বলবো যার অনেকটাই আপনি জানেন আবার অনেকটা জানেন না। অজানা বিষয়গুলো জেনে নিলে আপনার দায়িত্ব পালনে সুবিধা হবে।
স্বাধীনতার পর জিয়াকে সেনাবাহিনী থেকে বের করে দেবার কয়েক বারই মুজিব সরকার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছিল কাদের চাপে সেটাও আপনার জানা আছে। এরপর শফিউল্লাকে পদোন্নতি দিয়ে জিয়াকে সুপারসিড করে সেনা প্রধান বানিয়ে সরকার মনে করেছিল, এই অপমান সইতে না পেরে জিয়া নিজেই চাকুরিতে ইস্তফা দিবেন। জিয়া নিজেও তেমনটিই ভাবছিলেন। সেইক্ষণে হঠাৎ করে DCAS-এর একটি পদ সৃষ্টি করে সেই পদে জিয়াকে শফিউল্লার সমপদমর্যাদায় নিয়োগ দিতে কেন বাধ্য হয়েছিলেন শেখ মুজিব সেটাও আপনার এবং জিয়ার জানা আছে। এরপর ঘটে ঐতিহাসিক ১৫ই আগস্টের অবিস্মরণীয় সেনা অভ্যুত্থানের ঘটনা। যার ফলে পতন ঘটে বাকশালী স্বৈরতন্ত্রের। এই রাজনৈতিক পটপরিবর্তনের পর জিয়াকে আমরাই অধিষ্ঠিত করেছিলাম সেনাপ্রধান হিসাবে। আগস্ট বিপ্লবের ধারাবাহিকতায় খালেদ-চক্র ঘটিয়ে বসে ২-৩ নভেম্বরের প্রতিক্রিয়াশীল ক্যুদেতা, বন্দী করা হয় জেনারেল জিয়াকে। ক্যু শুরু হয় রাত ১২টায়। খবর পাওয়া মাত্রই আমি আর নূর গিয়ে উপস্থিত হই ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল হেডকোয়ার্টারে। সেখানে পৌঁছেই আলোচনায় বসি ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল শাফায়াত, মেজর হাফিজ ও তাদের দোসরদের সাথে।
ম্যারাথন সেশনের মাধ্যমে জেনারেল জিয়ার প্রাণ এবং দেশকে একটি অনাকাঙ্ক্ষিত গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়ে স্বেচ্ছায় ৩রা নভেম্বর রাত ১০টায় রুবি ভাবী ও নিলু ভাবীকে সাথে করে দেশ ত্যাগ করেছিলাম কৌশলগত কারণে। আসার আগে কর্নেল তাহের জানালেন,
খালেদের বিরুদ্ধে যে কোনো উদ্যোগে তিনি ও তার অধীনস্থ বিপ্লবী সৈনিক সংস্থা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে সেনা পরিষদের সাথে সহায়ক শক্তি হিসাবে যোগ দিতে ইচ্ছুক। সেই প্রেক্ষাপটে গণভবনে এক রুদ্ধদ্বার বৈঠকে খালেদ বিরোধী অভ্যুত্থানের রূপরেখা চূড়ান্ত করা হয়েছিলো দুইপক্ষের সর্ব সম্মতিক্রমে।
এই পটভূমিকায় সুপরিকল্পিত ভাবেই ৭ই নভেম্বর সিপাহী-জনতার আর একটি সফল বৈপ্লবিক অভ্যুত্থান ঘটানো হয়। আপনি কি মনে করেন এ সমস্ত ঘটনাগুলোর সব কয়টি ঘটনাই ছিল দৈবক্রমে ঘটে যাওয়া ঘটনা? আপনার মতো একজন বিচক্ষণ বুদ্ধিমান মুক্তিযোদ্ধা অফিসারের পক্ষে বুঝতে কষ্ট হওয়ার কথা নয় যে এসব ঘটনাগুলো ছিল একই সূত্রে গাঁথা এবং এর পেছনে মুখ্য ভূমিকায় কাজ করেছে শক্তিশালী সংগঠন সেনা পরিষদ। মুজিবনগর সরকার যখন শফিউল্লাহ আর খালেদের নেতৃত্বে শুধুমাত্র দু’টি নিয়মিত ব্রিগেড গঠনের সিদ্ধান্ত নেয় তখন কোন শক্তির চাপের মুখে সেই সিদ্ধান্ত বদলিয়ে জিয়ার নেতৃত্বেও আর একটি ব্রিগেড গঠন করতে বাধ্য হয়েছিল প্রবাসী সরকার? মেজর জলিলকে সেক্টর কমান্ডারের পদ থেকে সরিয়ে নেবার জারিকৃত আদেশ কাদের চাপে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল তাজুদ্দিনের সরকার? এবার একটা মজার কথা শুনুন।
৭ই নভেম্বর যখন মেজর মহিউদ্দিনের নেতৃত্বে বিপ্লবীদের একটি দল জিয়াকে মুক্ত করার জন্য ট্যাঙ্কসহ মইনুল রোডের বাসায় যায় তখন জিয়া এবং বেগম খালেদা জিয়া ভীতসন্ত্রস্ত হয়ে বিপ্লবীদের কাছে মিনতি করছিলেন, তাকে নিয়ে আর টানাহ্যাঁচড়া না করতে আর অনুরোধ জানাচ্ছিলেন পদত্যাগী চীফ হিসাবে তার পেনশনের ব্যবস্থাটা করে দেয়ার জন্য।
কারণ, ২-৩রা এবং ৭ই নভেম্বরের ঘটনা প্রবাহ সম্পর্কে তার কোনও ধারণাই ছিল না। প্রিয় শিশুভাইকে আমাদের তরফ থেকে অনুরোধ করবো এই বিষয়গুলো নিয়ে চিন্তা-ভাবনা করতে। আমাদের বিশ্বাস, আন্তরিকভাবে সত্যের অনুসন্ধান করলে সব জটিল রহস্যই উদ্ঘাটন করা সম্ভব হবে আপনার পক্ষে। শিশুভাই, আপনি একজন বুদ্ধিমান মানুষ হিসাবে নিশ্চয়ই বুঝতে পারছেন, পরিকল্পিতভাবে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার ফলেই জেনারেল জিয়া আজ ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হতে পেরেছেন, শুধুমাত্র তার ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে নয়। আপনি অবগত আছেন যে যুদ্ধের আবরণে রাজনৈতিকভাবে সচেতন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বাংলাদেশ নিয়ে ভারত যে সুদূরপ্রসারী নীলনকশা প্রণয়ন করেছিল তার বিরোধিতায় এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের জন্য সুচিন্তিত নীতি-আদর্শের ভিত্তিতে যখন সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছিল তখন আজকের জেনারেল জিয়া ভারতীয় এবং প্রবাসী সরকারের চক্ষুশূল হয়ে ডাস্টবিনে ছিলেন নিক্ষিপ্ত। সেই বৈরি, কোণঠাসা অবস্থায় আমাদের নীতি-আদর্শ মেনে নিয়েই জিয়া শপথ নিয়েছিলেন আমাদের সাথে একযোগে কাজ করতে। এরপর থেকে তার সাথে ওয়াদা মোতাবেক আমাদের সম্পর্কটা গোপন রেখেই আমরা সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে চলেছিলাম।
দেশবাসী এ সমস্ত বিষয়ে অজ্ঞ হলেও জেনারেল জিয়া কিন্তু ঠিকই জানেন, কারা তার চারপাশে বর্ম হয়ে ধাপে ধাপে তাকে ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত করেছে। একই সাথে তিনি ভালোভাবেই অবগত আছেন সেই শক্তিকে সংগঠিত করে দৃঢ়ভিত্তির উপর দাঁড় করিয়েছিলো কারা। কি ছিল তাদের উদ্দেশ্য এবং পরিকল্পনা।
জিয়া কি করছেন বা কি করবেন সে সম্পর্কে আপনাকে প্রশ্ন করে বিব্রত করবো না। তবে একটি কথা বিনয়ের সাথেই না বলে পারছিনা বলে ক্ষমা করবেন,
প্রাণের দায়ে যারা ’৭১-এ অস্ত্র হাতে তুলে নিয়েছিল তাদের থেকে আমরা কিছুটা হলেও ব্যতিক্রমী। আমরা সবাই পাকিস্তান আর্মিতে কাজ করেছি। তাই একে অপরের মেধা এবং যোগ্যতা সম্পর্কে অনেকটাই অবগত।
১৯৭১ সালে ২৫-২৬ শে মার্চ কালরাতে পাক আর্মি যখন আচমকা পূর্ব পাকিস্তানে ‘অপারেশান সার্চ লাইট’ শুরু করে তখন আমরা সবাই পশ্চিম পাকিস্তানে বিভিন্ন ইউনিটে চাকুরিরত ছিলাম। আমাদের কিন্তু গুলির নিশানা বানানো হয়নি।
প্রত্যাগত সবাই প্রায় যুদ্ধের পুরোটা সময় বহাল তবিয়তেই চাকুরি করেছিলেন পশ্চিম পাকিস্তানে। পরে দেশ স্বাধীন হওয়ার পর ফিরে এসে প্রায় সবাই সামরিক বাহিনীতে পুনর্বাসিত হয়েছিলেন। আমাদের জন্যও তেমনটি করা সম্ভব ছিল।
আমরা কিন্তু ভবিষ্যতে কি হবে তার তোয়াক্কা না করে যুদ্ধের প্রারম্ভেই স্বেচ্ছায় পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম জীবনের ঝুঁকি নিয়েই। যুদ্ধকালীন পুরো সময়টাই আমরা কাটিয়েছি দেশের মাটি আর সাধারণ মানুষের সাথে।
অতএব জেনারেল জিয়াকে বলবেন দেশ আর জনগণের স্বার্থে ভবিষ্যতে ইতিবাচক কোনও অবদানের সুযোগ না পেলেও দেশ ও জাতীয় স্বার্থ বিরোধী কোনও হঠকারি পদক্ষেপ কখনোই আমরা নেবো না। এর প্রমাণ আজঅব্দি আমরা দিয়ে আসছি। নিজেদের ব্যক্তিস্বার্থে কিংবা ক্ষমতার লোভে আমরা কিন্তু কিছুই করিনি, কখনো করবোও না।
মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে,
নেয়ার চেয়ে দেয়ার আনন্দ অনেক বেশি। ব্যক্তিস্বার্থে মুক্তিযুদ্ধের ফসল ব্যবহার করা মোনাফেকির সমতুল্য। আল্লাহ্ শঠতা এবং মোনাফেকি পছন্দ করেন না। যুদ্ধের সময় থেকেই যারা জিয়াকে সুরক্ষিত রেখে ক্ষমতার কেন্দ্রে বসিয়েছে আজ তিনি তাঁদের নিরাপত্তা দিতে উদ্যত হয়েছেন!
আমাদের নিরাপত্তার জন্য জেনারেল জিয়ার উৎকণ্ঠার কথা শুনে খুশি না হয়ে বরং অস্বস্তি বোধ করছি। এই বুদ্ধি নিয়ে তিনি দেশের ভাগ্যবিধাতা হবার চেষ্টা করছেন! এ ভাবে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা না করলেই তিনি পারতেন। তিনি যেখানে নিজস্ব নিরাপত্তার আতঙ্কে ভীত-সন্ত্রস্ত হয়ে আমাদের সুদূর মরুভূমিতে নির্বাসিত করার বন্দোবস্ত করছেন সেখানে আমাদের নিরাপত্তার কথাটা মানায় না। সে যাই হোক, তাকে বলবেন আমাদের নিয়ে তার দুশ্চিন্তার কোনো কারণ নেই। তার ঘরের শত্রু বিভীষণরাই তাকে নিরাপত্তাহীন করে তুলবে এক সময়। অনেক চিন্তা-ভাবনা করে আমাদের রাষ্ট্রীয় অতিথি হিসাবে লিবিয়াতে পাঠানোর যে ব্যবস্থা তিনি করছেন, সেটা আমরা গ্রহণ করবো কি করবো না, সেই সিদ্ধান্তটা আমরা পরে আপনাকে জানিয়ে দেবো।
পরিবেশ হাল্কা করার জন্য বললাম-
: শিশুভাই আমার একটা প্রস্তাব আছে। যদি অনুমতি দেন তবে বলি।
: নিশ্চয়ই।
Guys’ attention please, tonight is very special for all of us as our dear Shishu Bhai is here us so, let’s take him to Pat Pong to enjoy Bangkok by night, what do you say?
সবাই উল্লসিত হয়ে উচ্চস্বরে বলে উঠল-
Great!
What do you say Shishu Bhai?
Absolutely fantastic idea indeed!
তাঁর জবাব শুনে মেয়েরা বলে উঠলো-
What about us?
Sorry madams, men only. So, allow me to say on our behalf a very good night and sleep tight.
আমার কথায় মেয়েরা মুখ টিপে হেসে শিশুভাই-এর কাছ থেকে বিদায় নিয়ে শুভরাত্রি জানিয়ে বেরিয়ে গেলো। পরদিন বিকেলের ফ্লাইটে শিশুভাই ঢাকায় ফিরে যাবেন। তাই আমি ওই প্রস্তাবটা করেছিলাম। রশিদ এবং ফারুকের সাথে শিশুভাই-এর তেমন কোনও ঘনিষ্ঠতা ছিল না। তাই তাদের ব্যবহারে তেমন উষ্ণতা দেখা যায়নি। শিশুভাইকে বিদায় দিয়ে ফিরে এসে আমাদের নিজস্ব আলোচনা শুরু হলো।

চলবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *