দা পাইড পাইপার অফ হ্যামিলন …..

গতকাল রাজশাহীর এক থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদকের উপর বর্বরোচিত ও নৃশংস হামলা… সেই হামলার খবর পেয়ে বিদ্যুৎ বেগে ছেলেটাকে বাঁচানোর জন্য যা যা করণীয় সব কিছুর ব্যবস্থা করলেন, রাজশাহী থেকে উন্নতর চিকিৎসার জন্য ঢাকায় আনার ব্যবস্থা করলেন, সংশ্লিষ্ঠ সবাইকে রাখলেন ” অন দেয়ার টোজ “|

ছেলেটার সাথে মানুষটির সম্পর্ক কি? কি বা তাদের বন্ধন ? যে মানুষটিকে ছেলেটি হয়তো সামনাসামনি দেখেনি, কেন সেই মানুষটি এভাবে ব্যাকুল হলেন ছেলেটাকে বাঁচাতে ? এই রকম আরো অগণিত উদাহরণ আছে যা লিখে শেষ করা যাবে না | উনার স্বভাবসুলভ নীরবে – নিভৃতে, লোক চক্ষুর আড়ালে আহত, নিহত ও পঙ্গু সহযোদ্ধাদের পরিবার এবং সহযোদ্ধাদের পাশে উনি দাঁড়িয়েছেন যার খবর অনেকেই জানেন না, বা উনি জানতে দেননি|

আমি শহীদ জিয়াকে দেখিনি, বাবার মুখে শুনেছি এবং পড়েছি সেই কিংবদন্তী নেতার ব্যাপারে | আফসোস হতো ছেলেবেলায়, ইশ্ যদি শহীদ জিয়ার মতো একজন নেতার সাথে কাজ করতে পারতাম|

সর্বশক্তিমান আমার আকুতি, আমার প্রার্থনার জবাব দিয়েছেন| জনাব তারেক রহমান, নাহ্ আজ ইচ্ছা করেই উনার কোন বিশেষণ, কোনো পদবি লিখলাম না…. তারেক রহমানই উনার পরিচয় … উনার পদবি … উনার বিশেষণ|

বিএনপি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে কি আসবে না তা নিয়ে আমি কখনো বিচলিত ছিলাম না … বা বিচলিত নই | রাজনীতির মূলমন্ত্র জনগনের সেবা, জনগনের ভাগ্য উন্নয়ন, মানব কল্যান | বিএনপি সেই পথেরই দিশারী|

জনাব তারেক রহমান যতোদিন আমাদের মাঝে থাকবেন ততদিন আমরা হবো না অভিভাবকহীন, পথ হারাবে না দেশ ও দল | আমি ক্ষুদ্র কর্মী মাত্র, কিন্তু মনে রাখতে হবে ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল | আমার মতো কোটি কোটি কর্মীর মনের মহানায়ক আপনি, আপনার পাশে আমৃত্যু আছি নেতা, নিঃস্বার্থভাবে, কারণ এই শিক্ষা আপনার, যদি কারো জন্য কিছু করতে চাও অন্তর দিয়ে করো, নিঃস্বার্থ ভাবে করো|

তারেক রহমান আপনি বেঁচে থাকুন যুগযুগ ধরে যাতে আপনার পিতার অসমাপ্ত কাজগুলো আপনি সম্পন্ন করতে পারেন এবং আপনার বাংলাদেশ ও বাংলাদেশীদের নিয়ে যে ভিশন তা যেন বাস্তবায়ন করতে পারেন | খাতায় কলমে অনেকেই পদের নেতা হতে পারে কিন্তু যুগান্তরে একজনই হয় তারেক রহমান | এইজন্যেই যেখানেই আপনার পদার্পন সেখানেই সেই হ্যামিলনের বংশীবাদকের মতো আপনার পিছনে ছুটে চলেছে আপনার লক্ষ লক্ষ কর্মী | আপনার আদেশ, নির্দেশ ও উপদেশ পালনের জন্য সদা প্রস্তুত, আপনার নিজ হাতে গড়া এই সুবিশাল কর্মীবাহিনী | আপনিই আমাদের তারেক রহমান|

সর্বশক্তিমান আপনাকে দীর্ঘজীবী করুন | আমীন |

লেখকঃ ব্যারিষ্টার মীর হেলাল
নির্বাহী সদস্য
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *