SRF Khan –প্রতারণা চক্র – ২

শরীফ খান বড় বড় সেলিব্রিটিদের এড দিয়ে থাকে। তাদের সাথে উঠাবসা।
কর্মজীবি মধ্যবিত্ত মহিলাদেরও সে এড দিয়ে থাকে বিশেষ করে যারা বিদেশে থাকে। বড় বড় সেলিব্রিটিদের থেকে সে টাকা ঋন করেনা। সে টাকা ঋন নেয় কর্মজীবি মহিলাদের কাছ থেকে। তাদের কাছে যেয়ে শোনায় তার দুঃখের কথা। তার বাসা ভাড়া বাকী। অমুকের কাছে গান লিখে টাকা পাবে। তমুকের কাছে ল্যাপটপ বিক্রির টাকা পাবে। সবাই তার টাকা মেরে খেয়েছে।

এখন দেখছি সে নিজেই সবার টাকা মেরে খেয়েছে।
ক্যাপশন ছবিটি Srf Khan এর ন্যাশনাল আইডি কার্ড।
Srf Khan এর  নাম মোঃ শরীফ খান।
Srf Khan এর  বাবার নাম মোঃ জমিরুল হোসেন খান।
সে আমাকে বলেছে তার বাবা আর্মীর মেজর ছিলেন। ক্যানসার হলে উনি অবসর নেন। অবসরপ্রাপ্ত মেজর তার বহু সম্পত্তি বিক্রি করে দেন চিকিতসার জন্য । ছেলেমেয়ের জন্য কিছু রেখে যাননি তাই ছেলেমেয়েরা বিভিন্ন মানুষের থেকে ঋন হিসাবে টাকা নিয়া খায় কিন্তু কোন কাজ করেনা বিধায় এই ঋন আর ফেরত দিতে পারেনা। Srf Khan এর  বাবা যদি মেজর হইত তাইলে নামের সামনে লেখা থাকতো মেজর জমিরুল হোসেন খান।

সেটা ন্যাশনাল আইডি কার্ডে লেখা নাই।
চেয়ারপারসন এন্ড প্রফেসর অফ Tougaloo College, মিসিসিপি, মার্কিন যুক্তরাষ্ট্রের শায়লা খান ধোঁকাবাজ, প্রতারক, চোর, মিথ্যুক Srf Khan এর প্রতারণার কাজে পূর্ন সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এটা Srf Khan প্রতারকের জন্য একটি বড় পাওয়া। এই সাইটে ক্লিক করে জেনে নিন।

আয়শা মেহের
সম্পাদিকা
প্রবাসনিউজ২৪
টরেন্টো, কানাডা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *