অনলাইন ভিত্তিক জাতীয়তাবাদী পরিবারের কিছু ভাইদের নিয়ে সম্প্রতি গঠিত সংগঠন “ন্যাশনালিস্ট স্যালভেশন উইং” আজ চুনারুঘাট যুবদলের যুগ্ম আহবায়ক ইউনুস আলীর পরিবারটির পাশে দাঁড়ায়।
“ন্যাশনালিস্ট স্যালভেশন উইং” সদস্যরা ক্রসফায়ারে নিহত ইউনুস আলীর বিধবা পত্নী ও ৪টি এতিম শিশুর হাতে দুটি অটোরিক্সা কেনার জন্য তুলে দেয় নগদ ৯০ হাজার টাকা। এসময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাহবুব রহমান সেলিম, অম্বল ঠাকুর, মির জাহান, রক্তাক্ত পলাশ, নূর আলম, বৈরাম খাঁ, ফাইজুন নাহার লিনা, গোলাম কিবরিয়া, আবু তাহের প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জিখানপ্রবাসনিউজ২৪