বর্তমান সময়ের যে কয়জন সাবেক সফল ত্যাগী, পরিশ্রমী, মেধাবী, নির্যাতিত ছাত্রনেতা আছে তাদের মধ্যে ভিপি জাবেদ কামাল রুবেল অন্যতম এটা নিঃসন্দেহ ।
জাবেদ কামাল রুবেল বর্তমানে ১৭ টি মামলায় জামিনে আছে … ২০১৪ সালে দেশনেত্রী যখন জর্জ কোটে হাজিরা দিতে আসে তখন জাবেদ কামাল রুবেলকে মিছি্লের মাঝ খান থেকে গ্রেফতার করে নিয়ে যায় আওয়ামি লীগের পুলিশ বাহিনী .. প্রায় ১ বছর জেল খেটে মুক্তি পায় … তার কিছুদিন পর আবারও গ্রেফতার হয়ে কারাবরন করে …
১৯৯৭ থেকে ২০০১ হাসিনা বিরোধী আন্দোলনে রুবেলের বিরুদ্ধে হরতাল,অবরোধ, গাড়ী পোড়ানোসহ ১৫৬ টা মামলা ছিলো …একসময় বিএনপির আন্দোলন বলতে পুরাতন ঢাকা … আর পুরাতন ঢাকার আন্দোলন মানে ধোলাইখাল … সারা ঢাকাতে কোথাও কিছু না হলেও ধোলাইখালে হরতালের দাবানল দাউ দাউ করে জ্বলতো সাগির আহমেদ ও জাবেদ কামাল রুবেলের নেতৃত্বে । বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের আহবানে রাজপথে অবস্থান নিতে গিয়ে আজ সামাজিক ও রাজনৈতিক ভাবে তছনছ হয়ে গেছে জাবেদ কামাল রুবেল তাদের একজন ।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর যুবদলের অনেকেই বলেন ত্যাগী, নির্যাতিত সাবেক জনপ্রিয় ছাত্রনেতা ভিপি জাবেদ কামাল রুবেল যথাযোগ্য মূল্যায়ন চাই … ঢাকার স্থায়ী ছেলে জাবেদ কামাল রুবে্ল ঢাকায় যার পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থান চোখে পরার মতো তাই আমরা চাই জাবেদ কামাল রুবেল”কে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রয়াত জামাল উদ্দিন খান শাহিন ভাইয়ের স্থানে স্থলিভুক্ত করা হউক … সেই সাথে এতো বছরের দলের প্রতি জাবেদ কামাল রুবেলের ভালোবাসা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হবে ।
জিখান/প্রবাসনিউজ২৪.কম