সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আর্মি স্টেডিয়ামে নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ। আজ বিকেল ৩টায় আর্মি স্টেডিয়ামে তার মরদেহ নেওয়া হয়। এরপর থেকে আনিসুল হককে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষসহ সর্বস্তরের বিশিষ্ট নাগরিকেরা।
শ্রদ্ধা অর্পণ শেষে সেখানেই বাদ আসর নামাজে জানাজার পর বনানী কবরস্থানে ছেলে মোহাম্মদ শারাফুল হকের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন মেয়র আনিসুল হক।