জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজকের ধার্য তারিখে হাজির না হওয়া ঢাকার বকশীবাজারে অবস্থিত পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এ পরোয়ানা জারি করেন।একই সঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য ৫, ৬ ও ৭ই ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, আমরা সময়ের আবেদন করেছিলাম। আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বেগম জিয়া আজ আদালতে হাজির হবেন না বলেও জানান এ আইনজীবী।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সপ্তম দিনের মতো আত্মপক্ষ সমর্থনে বক্তব্য প্রদানের কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু হরতালের পরিস্থিতির কথা চিন্তা করে আজ আদালতে হাজিরা দিতে পারেননি তিনি।