জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সিকদারের বহিস্কার প্রত্যাহারের দাবীতে আজ বিক্ষোভ করেছেন সাবেক জাসাস নেতারা ।
আজ বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ, খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল , সরাফুদ্দিন সপুর সাংবাদিক সম্মেলনের পরেই কেন্দীয় নেতাদের ও সাংবাদিকদের সামনে জাহাঙ্গীর শিকদারের বহিস্কার প্রত্যাহারের জন্য বিক্ষোভে ফেটে পরে সাবেক জাসাস নেতারা । বিক্ষোভকারীরা বলেন জাহাঙ্গীর শিকদারের বহিস্কার প্রত্যাহার না করে জাসাসের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলে এর পরিনাম ভালো হবে না ।
দেশনেত্রী দেশে এসেছেন তাই আমরা জাসাস নিতীনিধারক নেতাদের বলতে চাই আগামী ৭ দিনের ভিতর কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সিকদারের বহিস্কার নিরোশন না করলে আমরা গুলশান কার্যালয়ে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করবো ।
মোঃ কায়সার , আনোয়ারুল হোসেন আনু ও আব্দুল আলীমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে আরও অংশগ্রহন করেন – মিন্টু আলম, তারেক কবির, সৈয়দ আব্দুস সোবহান, মজিবর রহমান দিপু, সালাউদ্দিন ইমন, শওকত হোসেন, হাজী মোঃ সজল, রুহুল আমিন, নিজাম উদ্দিন বাসেদ, তাজুল ইসলাম, বদিউর রহমান চৌধুরী, ফরিদ আহমেদ অপু সহ আরও অনেকে ।