ভারতের উত্তরাখণ্ডের আলমোড়াতে এক ব্যক্তি রাতে বাড়ির দরজা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছিল। আর এই সুযোগে মাঝরাতে তার ঘরে ঢুকে যায় চিতাবাঘ।
পরে বাঘটি তাকে ঘর থেকে টেনে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। পরদিন তার মরদেহ পাওয়া যায় একটি ঝোপে।
দেশটির বনদপ্তর সূত্রে জানা গেছে, গত রবিবার নিজের বাড়ির দরজা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন সিহি গ্রামের নারায়ণ রাম (৫১)। রাতে গ্রামসংলগ্ন জঙ্গল থেকে চিতাবাঘ এসে নারায়ণ রামকে ঘুমের মধ্যেই টেনে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। পরদিন নারায়ণের পরিবার তাকে বাড়িতে না পেয়ে পুলিশের কাছে নিখোঁজ অভিযোগ দায়ের করে। ঘটনার একদিন পর মঙ্গলবার সকালে নারায়ণের দেহ পাওয়া যায় তার বাড়ি থেকে ৩০০ মিটার দূরে একটি ঝোপে।
সূত্র আরো জানায়, বন দপ্তর চিতাবাঘটিকে ধরার জন্য জঙ্গলের মধ্যে ফাঁদ পেতে রেখেছে। খুব দ্রুতই বাঘটিকে ধরতে পারবে বলে মনে করছে বন দপ্তরের কর্মকর্তারা। আজকাল।