বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে বোমা হামলার নিন্দা জানিয়েছে জেড ফোর্স সভাপতি জাহাঙ্গীর শিকদার

অসহায় রোহিঙ্গাদের ত্রান বিতরন শেষে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরার পথে ২০ দলীয় জোট প্রধান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ীর বহরে বোমা হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন জেড ফোর্স কেন্দ্রীয় সংসদের সভাপতি ,জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার।

বিবৃতিতে তিনি বলেন , নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা সুপরিকল্পিত।আমি মনে করি হত্যার উদ্দেশ্যেই তার গাড়িবহরে বোমা হামলা চালানো হয়েছে। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ কর্মসূচিতে নিরাপত্তার দায়িত্ব সরকারের। এক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ঘটনায় যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

জিখান/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *