সৌদি আরবে সন্ত্রাসী হামলার ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয় পুলিশ সদস্য।
রোববার দেশটির পূর্বাঞ্চলের শহর আওমিয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর মিডলইস্ট মনিটরের।
এ নিয়ে দেশটির শিয়া অধ্যুষিত শহরটিতে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে হামলা চালিয়ে হত্যার ঘটনা ঘটলো।
আওমিয়াতে সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরুর পর থেকে দুইদিনে অন্তত পাঁচজন নিহত হলেন।
কাতিফ প্রদেশের এ অঞ্চল দেশটির তেল উৎপাদক অংশের একটি।
এদিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় শহরের অনেক সাধারণ মানুষ ও শ্রমিকরা পালিয়ে গিয়েছেন।