শাহী ফরমান।
দেশনায়ক তারেক রহমানকে ভয় পান আপনারা।
ক্ষমতাসীন লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলেছেন,” তারেক রহমান ভয় পান, সাহস নেই..!” বলতেই পারেন, বলতে তো আপনাদের বাঁধা নেই! মুখ বন্ধ করে রেখেছেন জনগনকে। সময় মতো পরিক্ষা যেন হয় সেই দাবিতে রাস্তায় নামে স্টুডেন্ট। আর চোখ নষ্ট করে বাড়ি ফেরে! কারণ কি? ওদের সাহস নেই! ওরা ভয় পায়? বন্দুকের নলের সামনে বুক টানটান করে দাঁড়িলে থাকলো না কেন? দৌড়ে রাস্তা ছাড়লো কেন? ওরা কী দাবী আদায় করবে?
বলি, এই দাবীর জন্য কি রাস্তায় নামতে হয় স্টুডেন্টদের??!!
তারেক রহমান ভয় পান নাকি তারেক রহমানকে আপনারা ভয় পান? দেখি কী বের হয়ে আসে!
দেশনায়ক দেশের বাহিরে আছেন তবু আপনাদের ভয় কাটে না। রাতে স্বপ্ন দেখেন, এই বুঝি তারেক রহমান দেশে চলে আসলেন! ঘুমটাও ভালো মত হয় না আতংকে!
দেশের সব সরকারি বেসরকারি মিডিয়ায় তারেক রহমান নিষিদ্ধ। প্রিন্ট, ইলেকট্রনিক ইভেন সামাজিক মাধ্যমেও তারেক রহমানের প্রচারনা প্রকাশনা বন্ধ করে রেখেছেন।
তারেক রহমানের ছবি সংবলিত কোন ব্যানার পোস্টার লাগানো নিষিদ্ধ প্রায়।
তারেক রহমানের শুভ জন্মদিনের কোন প্রোগ্রাম করতে গেল কোনভাবেই অনুমতি মিলে না।
১/১১ এর যেসব মামলায় নিজেরা জেল কেটেছেন, সেই সব মামলায় উনাকে সাজা প্রদান করেছেন।
নিজের সহোদর ছোট ভাইয়ের জানাজায় অংশগ্রহন করতে পর্যন্ত দিলেন না।
চলমান মামলার তো বলার অপেক্ষায় রাখে না!
আমার কাছে সবচেয়ে মজার ব্যাপার যেটা লাগে তা হলো, তারেক রহমানের প্রচার প্রচারণার মুখ্য কাজটি তিনারাই করে দিচ্ছেন খুব সুন্দরভাবে! গুছানোভাবে!
ক্ষমতাসীন লীগের দৈনিক ১০ জন বড় নেতা যদি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেন। তাদের ৯ জনই তারেক রহমানকে নিয়ে কথা বলবেনই, বলবেন।
আবার আওয়ামী বুদ্ধিজীবীগন টক শো তে তারেক রহমানকে নিয়ে না বললে তো জাত থাকে না, পদও থাকে না।
আরো মজার ব্যাপার হলো যেহেতু তিনাদের কথা দেশের মানুষ বিশ্বাস করেন না, তাই তারেক রহমানকে নিয়ে তিনারা যা বলেন তার উল্টোটা জনগন ধরে নেয়। আর দেশনায়ক হয়ে উঠেন আরো জনপ্রিয়, আরো শক্তিশালী।
শক্তিমান সিংহের সামনে যখন ধূর্ত শিয়ালটি পড়ে তখন শিয়ালটিই কিন্তু আপনাআপনিই বলতে শুরু করে দেয়,” ইশ, আমি তোমাকে ভয় পাই না কি!”
মনে রাখা ভাল, ভয় শব্দটি কারণে বা অকারণে ভীতুরাই উচ্চারণ করে থাকে বেশি। যে সাহসি সে ভয় শব্দটি খুব ব্যবহার করতে শুনি নি, তখনও না, এখনও না।
লেখকঃ মুহাম্মদ আজমল হোসেন পাইলট
সহ-সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় কমিটি