ইউনূস সেন্টার আয়োজিত ‘আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক সম্মেলনের অনুমতি না দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ব্যক্তি আক্রোশের কারণেই সরকার এই সম্মেলন করার অনুমতি দেয়নি। ‘
এসময় রুহুল কবির রিজভী দাবি করেন, ‘সরকারের এ সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। দেশীয় কর্মসূচির পর এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে বাধা দেওয়া স্বৈরতন্ত্রেরই হিংস্ররুপ। এতে আর্ন্তজাতিক বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা আরো গভীর হবে। ‘
ব্রিফিংয়ে সরকারের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা আরো বলেন, ‘মানুষ যেদিকে তাকাচ্ছে হতাশা দেখতে পাচ্ছে। কর্মসংস্থান নেই, বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, রেমিটেন্স ব্যাপকভাবে কমে গেছে, হাজার হাজার প্রবাসীকে দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। বিনিয়োগের পরিবেশ নেই, একের পর এক গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়ন শুধু আওয়ামী নেতাদের কণ্ঠে, বাস্তবে নেই। ‘
এ সময় তিনি বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মহাদেবপুরে পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে পড়ে বিএনপি নেতা নিজামউদ্দিন খান ক্রিমের নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।