ক্ষমতাবানরাই দুর্নীতি করে: অর্থমন্ত্রী

ক্ষমতাবানরাই দুর্নীতি করে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, যারা ক্ষমতাবান, তারাই দুর্নীতি করে। এ ছাড়া সবাই কোনো না কোনোভাবে দুর্নীতিতে নিমজ্জিত।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন-১০৬ উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

সংস্থাটির মিডিয়া সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, এখন আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। দুর্নীতিতে আমরা সবাই নিমজ্জিত। সবাই যদি এতে নিমজ্জিত না হতো তাহলে দুর্নীতি হত না।

তিনি বলেন, যাদের ক্ষমতা আছে তারাই দুর্নীতি করে। যদি এতে সবাই অংশ না নেয় তাহলে দুর্নীতি হয় কীভাবে প্রশ্ন রাখেন মুহিত।

অর্থমন্ত্রী আরও বলেন, আমরা পরোক্ষভাবে সবাই দুর্নীতিতে সম্পৃক্ত। পরিস্থিতি এখন এমন, অনেক সময় ‘বাধ্য হয়ে’ দুর্নীতিতে জড়াতে হয়।

দুর্নীতি ও অনিয়মের তথ্য দুদককে জানানোর জন্য এ হটলাইন চালু করে সংস্থাটি।

হটলাইন-১০৬ পরিচালনার জন্য কমিশনের ৫০ জন কর্মকর্তাকে প্রযুক্তি এবং আচরণগত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এজন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) এর অনুমোদনসহ অন্যান্য আনুষঙ্গিক বিধি-বিধান যথাযথভাবে পরিপালন করা হয়েছে।

দুর্নীতির অভিযোগ জানাতে অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) ১০৬ নম্বরে ফ্রি কল করা যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *